বিনোদন প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০২২

নতুন পরিচয়ে মৌসুমী

নন্দিত চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন অনেক আগেই। এবার হাজির হলেন নতুন পরিচয়ে। চলচ্চিত্রের তারকা শিল্পী-কুশলীদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ সিনে স্টার ফোরামের সাধারণ সম্পাদক হলেন তিনি। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় এফডিসির জহির রায়হান প্রজেকশন হলে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফোরামের সভাপতি বিশিষ্ট চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। অনুষ্ঠানে নতুন করে সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা মৌসুমীর নাম ঘোষণা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন। ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এফডিসির জহির রায়হান প্রজেকশন হলে সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব শফি বিক্রমপুরী। ফোরামের সভাপতি বিশিষ্ট চলচ্চিকার শফি বিক্রমপুরী জানান, ২০১৬ সালের ২৩ জানুয়ারি নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিনের অনুষ্ঠানে চলচ্চিত্রের অতীত ও বর্তমান বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে চলচ্চিত্রকার শফী বিক্রমপুরী একটি সংগঠন করার প্রস্তাব করেন। তার প্রস্তাবের ফলেই গঠিত হয়েছে ‘সিনে স্টার ফোরাম’। এই ফোরামের দায়িত্বপ্রাপ্ত নতুন সাধারণ সম্পাদক চিত্রনায়িকা মৌসুমী বলেন, এই ফোরামের কার্যক্রম অনেক আগে থেকেই দেখেছি। আমার অনেক ভালো লেগেছে। আমি এবার এই ফোরামের সদস্য পদ পেয়েছি, ওমর সানীও এবার সদস্য হয়েছে এই ফোরামে। আমি সত্যিই কৃতজ্ঞ এই বরেণ্য মানুষদের সঙ্গে থাকতে পেরে। প্রথমেই একটা কথা বলতে চাই- এই ফোরাম থেকে অনুপ্রাণিত হওয়া বা না হওয়া খুব বেশি জরুরি তা নয়। কিন্তু এর সঙ্গে যুক্ত হওয়াটা খুব বেশি জরুরি সেটা আমার কাছে মনে হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শফী বিক্রমপুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী হায়াৎ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও আরো উপস্থিত ছিলেন দেলোয়ার ঝাহান ঝন্টু, নাদের খান, খুরশিদ আলম, অনুপম হায়াৎ, সুচন্দা, অঞ্জনা, রিনা খান, ডিপজল, ওমর সানী, বাপ্পারাজ, শাহিন সুমন, আনোয়ার সিরাজী, নিপুণ, সায়মন সাদিকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close