বিনোদন প্রতিবেদক

  ৩০ নভেম্বর, ২০২২

দিলারা জামানের ‘ওমর ফারুকের মা’র প্রিমিয়ার ডিসেম্বরে

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান অভিনীত সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে বিকাল ৫টায় এ প্রিমিয়ার শো হবে বলে জানিয়েছেন চলচ্চিত্রের নির্মাতা এম এ জাহিদুর রহমান (জাহিদুর রহমান বিপ্লব)। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। এটা ২০১৭-১৮-এর সরকারি অনুদানের সিনেমা। অনুদান হিসেবে নির্মাতা ১০ লাখ টাকা পেয়েছিলেন। এরপর নিজেও এতে অর্থ বিনিয়োগ করেছেন। সেই হিসেবে নির্মাতাও এই সিনেমার প্রযোজক। সিনেমাটির মূল গল্প এবং কাহিনি সংক্ষেপ পরিচালকের নিজের। চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। কাহিনি সম্পর্কে নির্মাতা জানান, এটি মূলত পিরোজপুরের শহীদ মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মাকে নিয়ে গল্প। নির্মাতারা বিশ্বাস একজন দিলারা জামানের মধ্যে দর্শক ওমর ফারুকের মাকেই খুঁজে পাবেন। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, নাজনীন চুমকি, শাহেদ শরীফ খান, কাজী রাজু, সাঈদ বাবুসহ আরো অনেকে।

দিলারা জামান বলেন, আমি যখন জানতে পেরেছিলাম ওমর ফারুকের মা বেঁচে আছেন তখন তার সঙ্গে গিয়ে দেখা করি। তিনি কথা বলতে পারছেন না। বারবার আমাকে ছুঁয়ে দেখছিলেন। সেই স্মৃতিটা চোখে এখনো বেশ উজ্জ্বল। আর যখন আমি অভিনয় করেছিলাম, তখন নিজেরই বারবার কান্না চলে আসছিল। ক্যামেরার সামনে আমি কাঁদছিলাম আর ক্যামেরার পেছনে সবাই কাঁদছিলেন। নির্মাতা অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। তার জন্য অনেক দোয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close