বিনোদন প্রতিবেদক

  ২৮ নভেম্বর, ২০২২

সবার কাছে অনন্য দীপা

দীপা খন্দকার, দেশের ছোট পর্দার নন্দিত এক অভিনেত্রী তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয়, এরই মধ্যে বড় পর্দায়ও অভিনয়ের সাফল্য কুঁড়িয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের পথচলায় তিনি তার সহশিল্পীদের কাছেও অনন্য একজন সহশিল্পী হিসেবেই গ্রহণযোগ্যতা পেয়েছেন। শুটিং লোকেশনে শুধু নিজের প্রয়োজনটা নিয়ে তিনি ব্যস্ত, এমনটি নয়। পাশাপাশি সহশিল্পীদেরও টেক কেয়ার করেন দীপা। একটু একটু নিজেকে পরিণত করেছেন তিনি। অনেক নির্মাতাই তাকে নিয়ে বিশেষত চ্যালেঞ্জিং এবং ব্যতিক্রম ঘরানার চরিত্রে ভেবে থাকেন। একজন শিল্পী হিসেবে এটাই তার বড় প্রাপ্তি। যখন যে পরিচালকের নির্দেশনায় দীপা খন্দকার অভিনয় করেন, তিনি চেষ্টা করেন সেই পরিচালকের ভাবনার প্রয়োগ ঘটিয়ে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রেও যেন ঠিক তাই। দীপা খন্দকারকে আজ তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, পরিচালক আবুল হায়াত বলেন, ‘দীপা খন্দকার নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী, পরিচালককে সহযোগিতা করার মতো একজন অভিনেত্রী। সিনিয়র শিল্পীদের প্রতি তার যেমন শ্রদ্ধা আছে, তেমনি জুনিয়রদেরও ভীষণ আদর করে দীপা। তার স্বামীও একজন ভালো অভিনেতা। দীপা- শাহেদণ্ডনাটকের এই তারকা দম্পতি আমার খুব প্রিয়।’ অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ‘দীপা খন্দকার এমন একজন আদর্শ মা যাকে অনুকরণ করা যায়। তার ব্যক্তিত্বও আমাকে মুগ্ধ করে। তার জন্মদিনে অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা।’

দীপা খন্দকারের সহকর্মী বন্ধু মীর সাব্বির বলেন, ‘আমার সবচেয়ে কাছের বন্ধু দীপা খন্দকার। দীপা ছাড়া আমরা অন্ধকার-শুভ জন্মদিন দীপা খন্দকার।’

এদিকে জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই দীপা খন্দকারের। এরই মধ্যে তিনি বাংলাভিশনে প্রচার চলতি নিমা রহমান পরিচালিত ‘গুলশান অ্যাভিনিউ সিজন টু’তে অভিনয় করেছেন। দীপা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে ‘পায়ের ছাপ’, ‘মোনা’, ‘মনোলোক’ ও ‘রিভেঞ্জ’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close