বিনোদন প্রতিবেদক

  ২৭ নভেম্বর, ২০২২

‘সিনিয়রদের গুরুত্ব দেওয়া প্রয়োজন’

অভিনেত্রী অরুণা বিশ্বাসের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’। ছবিটি এখন সম্পাদনার টেবিলে। নিজের প্রথম পরিচালনায় ছবির কাজটি করতে গিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘আমাদের দেশে এখন অনেক মেধাবী অভিনেতা আছে, যাদের এখনো ঠিকঠাক কাজে লাগাতে পারিনি আমরা। এছাড়া আমাদের দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এখানে আমরা যত সিনিয়র হতে থাকি ততই আমাদের কাজ কমতে থাকে। আমার ছবিতে যেমন আবুল হায়াত খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন। আমি বলব, তার মতো গুণী অভিনেতাকে নিয়ে এ ধরনের এক্সপেরিমেন্ট করাই হয়নি!’

সেন্সর বোর্ডের সদস্য হিসেবে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অরুণা বিশ্বাস নিজের অভিনয়ও করছেন নিয়মিত। সম্প্রতি মুক্তি পেল তার অভিনীত ‘ও মাই লাভ’ ছবিটি।

অরুণা বিশ্বাস বলেন, ‘বাংলা ছবি দেখার একটা দারুণ প্রবণতা তৈরি হয়েছে। তবে এর ধারাবাহিকতা রাখাটা খুব জরুরি। আজ এদেশের ওটিটির কন্টেন্টগুলো কেন এত জনপ্রিয়তা পাচ্ছে। এর মূল কারণ হলো ওটিটি প্ল্যাটফরমে একটি সিকোয়েন্সের জন্যও যদি একজন সিনিয়র আর্টিস্ট প্রয়োজন হয়, তবে তাকেই নেওয়া হয়। এটা একটা টিমওয়ার্ক। এই টিমওয়ার্ককে যে গুরুত্ব দেবে না তার কাজ গ্রহণযোগ্যতা হবে না।’

অরুণা বিশ্বাস নির্মাণ-অভিনয়ের পাশাপাশি সেলফ টাইটেলের একটি সেলেব্রিটি টকশোও শুরু করেছেন। যার একাধিক পর্ব শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই এটি তার নিজেস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

অরুণা বিশ্বাস বলেন, ‘কাজের নেশাতেই তো কাটালাম একটি জীবন। এই অভিনয় আর শোবিজের সৃজনশীলতা নিয়ে থাকব বলেই দেশের বাইরে বেশি দিন থাকতে পারি না। সবার দোয়ায় নিয়মিত আরো কিছু চলচ্চিত্রের কাজ করতে চাই আমি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close