বিনোদন প্রতিবেদক

  ২৫ নভেম্বর, ২০২২

আরজু-শিলার ‘ভালোবাসি তোমায়’

চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরীন শিলা এবারই প্রথম একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমার নাম ‘ভালোবাসি তোমায়’। রাজধানীর ৩০০ ফুট এলাকায় একটি শুটিং হাউসে টানা বেশ কয়েকদিন ধরেই এই সিনেমার শুটিং চলছে। ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় ফারুক হোসেন মজুমদার প্রযোজিত ও আনোয়ার শিকদার পরিচালিত ‘ভালোবাসি তোমায়’ সিনেমার মধ্য দিয়ে আরজু-শিলা জুটির একসঙ্গে একই সিনেমায় কাজ করার স্বপ্ন পূরণ হলো। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘বলা যেতে পারে এই সিনেমাতে আমি আমার নিজেকে মনের মতো করেই উপস্থাপন করার সুযোগ পেয়েছি। কারণ এই সিনেমার গল্প, আমার চরিত্র নিয়ে আমি ভীষণ খুশি। যে কারণে কাজটি করতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। সিনেমাটির শুটিং করতে গিয়ে আমি আমার অভিনয়ের আদর্শ সালমান শাহ ভাইয়াকে খুব অনুভব করছি প্রতি মুহূর্তে। আমার নায়িকা হিসেবে সিনেমাতে আছেন শিরীন শিলা। তার সঙ্গে কাজ করার পরিকল্পনা বেশ আগে থেকেই। অবশেষে এই সিনেমার মধ্য দিয়ে আমাদের স্বপ্ন পূরণ হলো। ধন্যবাদ আবুল হোসেন মজুমদার ভাইকে।’

শিরীন শিলা বলেন, ‘ভালোবাসি তোমায় সিনেমাটি একেবারেই পারিবারিক আবহে নির্মিত হচ্ছে। কোনো সিনেমায় এবারই প্রথম আমি একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছি। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে শুটিং করতে গিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। ধন্যবাদ পুরো ইউনিটকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। পরিচালক আনোয়ার শিকদারের প্রতি শ্রদ্ধা রইল। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। আরজুর সঙ্গে প্রথম কাজ করছি, বেশ ভালো লাগছে। সিনেমাটির প্রযোজক ফারুক হোসেন মজমুদার ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা।’

প্রযোজনা সূত্রে জানা যায়, সিনেমাটির নির্মাণকাজ দ্রুত শেষ করেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ছাড়পত্রের জন্য। টার্গেট আছে আগামী বছরের শুরুতেই আরজু ও শিরীন শিলা অভিনীত ‘ভালোবাসি তোমায়’ মুক্তি দেওয়ার। এদিকে আরজু কিছুদিন আগে বেলাল খান ও লোপা হোসেইনের

‘সুবহানাল্লাহ’ গানে মডেল হয়েছিলেন। গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। শিরীন শিলা অভিনীত মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে। মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবরের ‘ঘর ভাঙা সংসার’, চন্দন চৌধুরী ‘২৪.৩-এর রাত’ ও সাখাওয়াত হোসেনের ‘বীরাঙ্গনা ৭১’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close