বিনোদন প্রতিবেদক

  ২৫ নভেম্বর, ২০২২

ভারতে সেওতির সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

ফারিহা শামস সেওতি এমন একজন অভিনেত্রী, যার অধিকাংশ সময়ই কাটে দেশের বাইরে কুয়েতে। সেখানে স্বামী-সন্তান নিয়েই তার সুখের সংসার। তবে ভালো গল্পে কাজ করার প্রস্তাব পেলে তিনি সময় নিয়ে দেশে আসেন। ঠিক তেমনি একটি ভালো গল্পের সিনেমায় তিনি কাজ করতে এসেছিলেন দেশে। সিনেমার নাম ‘নকশি কাঁথার জমিন’। ২০১৮-২০১৯ সালের সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে। সিনেমাটির গল্পের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন সেওতি। গতকালই তিনি কুয়েত থেকে ভারতের গোয়াতে পৌঁছান। কারণ সেখানে আজ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের ১০টি চলচ্চিত্র উৎসবের একটি ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল অব ইন্ডিয়া’। আর এই উৎসবের প্রথম দিনেই সেওতি অভিনীত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। সেওতি জানান, এই উৎসবে একটি ক্যাটাগরিতেও মনোনীত হয়েছে সিনেমাটি। শুধু আজ নয় আগামীকালও একই জায়গায় সিনেমাটির প্রদর্শনী হবে। ‘নকশি কাঁথার জমিন’ সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে সেওতি বলেন, ‘এর আগেও আকরাম ভাইয়ের সিনেমাতেও অভিনয় করেছি। তার নির্দেশনায় কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি এই সিনেমার সালেহা চরিত্রটিতে অভিনয় করেছি। গোয়াতে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। এটা আমার জন্য ভীষণ সম্মানের ও গর্বের। আমার অভিনীত এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে আমি থাকতে পারছি- এটা নিঃসন্দেহে আমার জন্য ভীষণ ভালো লাগারও বটে। সিনেমাটিতে আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগলেই সেই চেষ্টা স্বার্থক হবে বলে মনে করি।’ সেওতি অভিনীত প্রথম সিনেমা আকরাম খানের ‘পুত্র’। পরবর্তী সময়ে তিনি নূর ইমরান মিঠুর ‘কমলার রকেট’ এবং মাসুদ হাসান উজ্জ্বলের ‘উনপঞ্চাস বাতাস’ সিনেমায় অভিনয় করেন। তবে সেওতি নাটকেই অভিনয় করেছেন বেশি। এই মুহূর্তে তার আগ্রহ বেশি ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করা। আর এখন কাজের জন্য দেশে এসেও নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে তার। সেওতি জানান, তিনি আগামী ২৮ নভেম্বর কুয়েত ফিরে যাবেন। সেওতির স্বামী কাতার এয়ারলাইনসের অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ার। তার দুই ছেলে সাহির ও তাইসির। গাজীপুরের কালিগঞ্জে তার বাড়ি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close