বিনোদন প্রতিবেদক
রাফীর সিনেমায় শাকিব খান

ঢালিউড কিং শাকিব খানকে এবার দেখা যাবে সময়ের জনপ্রিয় নির্মাতা ‘পরাণ’ খ্যাত রায়হান রাফীর সিনেমায়। নাম না ঠিক হওয়া সিনেমার বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান রাফী নিজেই।
এদিন পরাণখ্যাত এ নির্মাতা ফেসবুকে জানালেন, শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগিরই।
রাফী বলেছেন, ‘দামালের পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এসকে ফিল্মসের সঙ্গে। আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেনও টপি খান ও মনিরুজ্জামান।’
ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হচ্ছে জানিয়ের রাফী বলেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছা ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।’ সিনেমায় শাকিবের নায়িকা কে? বিষয়টিকে চমক হিসেবেই রেখেছেন নির্মাতা। বলছেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রথম এই প্রজেক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছুই হবে।’
"