বিনোদন প্রতিবেদক

  ০৫ অক্টোবর, ২০২২

মন্দিরে মন্দিরা...

এই প্রজন্মের মডেল, অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। বিশেষ করে তিনি তার অভিনয় জীবনের ক্যারিয়ারের চলার পথে আলোচনায় এসেছেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে। এরই মধ্যে তিনি বেশ ভালোভাবে সিনেমাটির কাজ শেষ করেছেন। এখন শুধু নিজেকে রুপালি পর্দায় কাজল রেখা রূপে দেখার অপেক্ষায়। খুলনার খালিশপুরের মেয়ে মন্দিরা চক্রবর্তী। খালিশপুরের হাউজিং এস লাইনে তাদের বাসা। সেখানকার ‘সার্বজনীন উকিল বাড়ি পূজা মন্দির’-এ দীর্ঘ ৩০ বছর ধরে নিয়মিত দুর্গাপূজা ও কালীপূজা হয়ে আসছে। এই দুর্গাপূজা ও কালীপূজা দেখতে দেখতেই বড় হয়ে উঠেছেন মন্দিরা চক্রবর্তী। বিশেষত প্রতি বছর দুর্গাপূজায় যত ব্যস্ততা থাকুক না কেন মন্দিরা, ছুটে যান খালিশপুরে। সেখানেই তিনি পূজার পুরো সময়টা থাকেন। ধর্মীয় রীতি-নীতি মেনে তিনি পূজা উদ্যাপন করেন। মন্দিরা জানান, এবারের দুর্গা প্রতিমা তৈরি করেছেন টনি রায়। আর পুরো ডেকোরেশনের কাজ করেছেন মন্দিরার মা। দুর্গাপূজা প্রসঙ্গে মন্দিরা চক্রবর্তী বলেন, ‘আমি পূজার বেশ কয়েকদিন আগেই খুলনায় চলে এসেছি। মাকে বিশেষত সহযোগিতা করার চেষ্টা করি। কারণ মা একাই পুরো ডেকোরেশনের কাজটি করে থাকেন। আর আমাদের যেহেতু দীর্ঘ ৩০ বছরের পূজা উদ্যাপনের রীতি, তাই এখানে অনেকেই এসে থাকেন। তাদের যথাযথভাবে দেখ ভালোর চেষ্টা করি। তাদের সময় দেওয়ার চেষ্টা করি। মূল কথা পূজার পুরোটা সময় বলা যায়, সার্বজনীন উকিল বাড়ি পূজা মন্দিরেই কাটে আমার সময়। বছরের এই সময়টার জন্য ভীষণভাবে অপেক্ষা করি। পরিবারের সবার সঙ্গে চমৎকার সময় কাটে। এবারও যথারীতি খুব ভালো সময় কাটছে। মন্দিরে সময়টা বেশি কাটানোর চেষ্টা করছি, সময়টাকে উপভোগ করার চেষ্টা করছি।’

মন্দিরা চক্রবর্তী জানান, আগামী ৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close