বিনোদন প্রতিবেদক

  ৩০ সেপ্টেম্বর, ২০২২

‘মায়ের দোয়া’য় মা তিনি

বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী সাবেরী আলম। টিভি নাটকে বিশেষত মায়ের চরিত্রে তিনি অনবদ্য একজন অভিনেত্রী। নির্মাতা আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় তিনি এরই মধ্যে ‘মায়ের দোয়া’ নামক একটি নাটকের কাজ শেষ করেছেন। নাটকটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সাবেরী আলম। নাটকটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আকাশ রঞ্জন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাবেরী আলম বলেন, ‘এর আগেও আকাশের নির্দেশনায় অভিনয় করেছি। অনেক দিন গ্যাপের পর এবার আরো একটি নাটকে অভিনয় করেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ যদিও স্ক্রিপ্ট ছাড়া নাটক। কিন্তু আকাশের ভাবনায় পুরো বিষয়টি ছিল। যে কারণে আমাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছে এবং সংলাপও কী হবে তাও জানিয়েছে। ক্যামেরার সামনে যাওয়ার আগে আমরা রিহার্সেল করে নিয়েছি। কিছু সংলাপ ইমপ্রোভাইজড করে অভিনয় করতে হয়েছে। আর আকাশের ইউনিটটাও ভীষণ আন্তরিক। সব মিলিয়েই কাজটি অনেক ভালো হয়েছে। আশা করা যায় নাটকটি দর্শকের ভালো লাগবে। আকাশের সঙ্গে এরপরও কাজ করার আশা রাখি।’ নির্মাতা আকাশ রঞ্জন জানান, শিগগিরই নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে। এদিকে এর আগে সাবেরী আলম প্রীতি দত্তের পরিচালনায় আরো একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে আরো অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। সাবেরী আলম নিয়মিত অভিনয় করছেন হাসান রেজাউল পরিচালিত ধারাবাহিক ‘মা বাবা ভাই বোন’-এ। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত হৃদি হক পরিচালিত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। এতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর আগে সাবেরী আলম অভিনীত ‘একটি সিনেমার গল্প’, ‘রাজনীতি’সহ আরো বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। তবে সিনেমার চেয়ে নাটকে কাজ করতেই সাবেরী আলম বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close