বিনোদন প্রতিবেদক

  ২২ সেপ্টেম্বর, ২০২২

‘সুন্দর স্বর্ণালি সন্ধ্যা’য় আলম আরা মিনু

বরেণ্য সংগীতশিল্পী আলম আরা মিনু। স্টেজ শোতে গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। একটা সময় দেশে-বিদেশে স্টেজ শোতে গাওয়া নিয়েই ছিল তার অবিরাম ছুটে চলা। তা এ সময়ে এসে কমে গেলেও স্টেজের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। তাই স্টেজ শোর ডাক পেলেই তিনি সহাস্যে তা বরণ করে নেন। সেই ধারাবাহিকতায় আগামীকাল (২৩ সেপ্টেম্বর) আলম আরা মিনু তারানা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের আয়োজনে রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকাল ৫টা ৩২ মিনিটে মঞ্চে উঠবেন। গাইবেন তার এবং দর্শকের ভালো লাগার মতো কিছু গান। আলম আরা মিনু বলেন, ‘আমি শিল্পী, যতটা পারি যারা গান ভালোবাসেন, তাদের কাছাকাছি থাকতে। শ্রোতাণ্ডদর্শকের কাছাকাছি থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে স্টেজ শো। স্টেজ শোতে শ্রোতাদের মনের ভাবটা অনায়াসে জানা যায়। তাদের ভালো লাগার কথা জানা যায়। আর একটি মিলনায়তনে গানের শো হওয়া মানে সেখানে গানপ্রেমী শ্রোতাদেরই উপস্থিতি থাকে। যে কারণে প্রস্তুতিটাও হতে হয় সে রকম। এবারের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়। নামটি যেমন, আশা করছি অনুষ্ঠানটিও ঠিক তেমনি হবে। আমি আমার নিজের মতো করেই কিছু মনের মতো গান গাইবার প্রস্তুতি নিয়েছি। আশা করছি শ্রোতারা সেখানে উপস্থিত হয়ে শুক্রবারের সন্ধ্যাটিকে উপভোগ্য করে তুলবেন। আর অবশ্যই এমন একটি আয়োজনের নেপথ্যে যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হবে, এটাও আমার বিশেষ ভালো লাগা।’ এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাকেই উৎসর্গ করে একটি গান গেয়েছেন মিনু। গানের শিরোনাম ‘বঙ্গকন্যা’, গানটি লিখেছেন হোসনে আরা জলি। গানটির সুর করেছেন মিনু নিজেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close