বিনোদন প্রতিবেদক

  ১৮ আগস্ট, ২০২২

‘নদী রক্স’ নিয়ে পুরস্কৃত সুমি

জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তি এক করে ‘নদী রক্স’ নামে একটি প্রজেক্ট করেছিলেন চিরকুট ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। সল্ট ক্রিয়েটিভসের ব্যানারে কাজটি করেছেন তিনি। এবার মিলল তার স্বীকৃতি। তাও একটি নয়, দুটি। ‘সোশ্যাল’ ও ‘নেটিভ’ দুই ক্যাটাগরিতে বাংলাদেশ ব্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড জিতে নিল নদী রক্স প্রজেক্ট। গত শনিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থা সল্ট ক্রিয়েটিভস টিমের হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

সল্ট ক্রিয়েটিভসের সিইও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘মৃতপ্রায় নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তারুণ্যকে সঙ্গে নিয়ে আমাদের বিশেষ পথচলা নদী রক্স। আজকের এই বিচ্ছিন্নতার সময়ে তারুণ্যকে নদী আর প্রকৃতিমুখী, ভালোবাসায় উদ্বুদ্ধ ও যত্নবান করাই আমাদের লক্ষ্য। কারণ তারাই আমাদের আগামী।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close