বিনোদন প্রতিবেদক

  ১৮ আগস্ট, ২০২২

দেশে ফিরলেন শাকিব

দীর্ঘ ৯ মাস পর অবশেষে বুধবার (১৭ আগস্ট) দুপুরে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছে। প্রিয় নায়ককে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন বিমানবন্দর এলাকা।

পুরুষের পাশাপাশি অনেক নারী ভক্ত ঢাকায় এসেছেন শাকিবকে দেখতে। তাদের মধ্য একজন ভক্ত জানিয়েছেন, শাকিবের সিনেমা ছাড়া তার দিন কাটে না। সকাল থেকে তাকে দেখার জন্য অপেক্ষা করছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দেশের উদ্দেশে বিমানে উড়াল দিয়েছেন শাকিব। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমাববন্দরে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ছবির সঙ্গে মনের কিছু অনুভূতিও প্রকাশ করেছেন। যেখানে ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রে থাকার সময়টায় নিজেকে নতুন করে চেনার, মানুষকে জানার আর ভক্তদের ভালোবাসার কথা।

শাকিব খান বলেছেন, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালে; উপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close