বিনোদন প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০২২

ইউসুফ-শিল্পীর কণ্ঠে ‘১৫ আগস্ট’

গতকাল ছিল ১৫ আগস্ট। শোক দিবসে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে গান ‘১৫ আগস্ট’। গানটি গেয়েছেন ইউসুফ আহমেদ খান ও শিল্পী বিশ্বাস। এটি লিখেছেন গোলাম মোর্শেদ চন্দন। সুর করেছেন ফয়সাল আহমেদ, সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটির কথা এমন- ‘পঁচাত্তরের পনেরো আগস্ট ভোর রাতে কী হয়, সিঁড়িতে কেন পড়ে আছেন একটি হিমালয়’। তিন-চার দিন আগেই গানটির হঠাৎ করেই রেকর্ডিং হয় রাজধানীর মগবাজারে সুমন কল্যাণের স্টুডিওতে। অনেকটা হঠাৎ করেই এই গান গাওয়ার জন্য ডাক পান। বেশ আন্তরিকতা নিয়ে ইউসুফ আহমেদ খান ও শিল্পী বিশ্বাস গানটি গেয়েছেন। বিশেষত ইউসুফের কণ্ঠের মাধুর্যতা ও আবেগ গানটিকে ভীষণ উপভোগ্য করে তুলেছে। অনুরূপভাবে শিল্পী বিশ্বাসের ক্ষেত্রেও তাই। গানটি প্রকাশের পর থেকেই ইউসুফ বেশ সাড়া পাচ্ছেন বলে জানান। ইউসুফ বলেন, ‘গানের কথা ভীষণ আবেগী। গানের কথায় যেন ৭৫-এর ১৫ আগস্টের ঘটনার ছবি ফুটে উঠেছে। আমি বারবার শিহরিত হয়ে উঠছিলাম গানটি গাইবার সময়। কারণ আমরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার গল্প শুনেছি। সেটা আজ নিজে গান গাইতে গিয়ে উপলব্ধি করেছি। এটা সৌভাগ্যেরও বিষয় যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে গাইতে পেরেছি। যারা এই গানের সঙ্গে সম্পৃক্ত, তাদের প্রতি পরম শ্রদ্ধা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close