বিনোদন প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০২২

‘আত্মাসঙ্গী’ লোপা-মুনিরের সঙ্গে আসিফ

সংগীতশিল্পী লোপা হোসাইন ও গীতিকার সীরাজুম মুনির একে অপরের জীবনসঙ্গী। তবে নিজেদের ‘আত্মাসঙ্গী’ বলতেই পছন্দ করেন তারা। আর এই নামেই একটি গান লিখেছেন ও সুর করেছেন সীরাজুম মুনির; যাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর ও লোপা হোসাইন। এটিই তাদের প্রথম গান। সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। গেল ৫ আগস্ট লোপা হোসাইন ও সীরাজুম মুনিরের বিবাহবার্ষিকীতে ভিডিও আকারে প্রকাশ পেয়েছে ‘আত্মাসঙ্গী’ গানটি। উন্মুক্ত করা হয়েছে ‘লোপা হোসেইন’ ইউটিউব চ্যানেলে। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন ইমরান-সুস্মিতা। লোপার সঙ্গে প্রথম গান গাওয়া প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘অসাধারণ একটি মেলোডি ঘরানার গান হয়েছে। বহু দিন ডুয়েট গান এমন সুরে পাইনি আমি। গানটি গাইতে যেমন ভালো লেগেছে, রেকর্ডিংয়ের পর শুনেও খুব আরাম লেগেছে। লোপা খুব ভালো গায়, এই গানও ভালো গেয়েছে।’ লোপা হোসেইন বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো, এজন্য আসিফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। সব শ্রেণির শ্রোতাণ্ডদর্শকের কথা ভাবনায় রেখেই গানটি করা।’ সীরাজুম মুনীর বলেন, ‘গায়কি ঠিক রেখে তারা দুজনই গানটি চমৎকার গেয়েছেন। আশা করি শ্রোতারা আগ্রহ নিয়েই শুনবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close