বিনোদন প্রতিবেদক

  ০৪ আগস্ট, ২০২২

‘সিনেমার সুদিন ফিরে এসেছে’

২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমাটি। মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছিল এটি। এতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও নূসরাত ইমরোজ তিশা। সাম্প্রতিক সময়ে মিম রাজ ইয়াশ অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি সিনেমা হলে দর্শক ফিরিয়ে এনেছে। বলা যায়, হলে দর্শকের জোয়ার সৃষ্টি করেছে ‘পরাণ’ সিনেমাটি। আর সেই জোয়ারের ধারাবাহিকতা বজায় রেখেছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। দর্শকের এমন জোয়ারে শিল্পীদের মধ্যেও প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে ভালো গল্পের সিনেমায় অভিনয় করার। বিগত বেশ কয়েক বছরের মধ্যে ভালো গল্পের সিনেমা মুক্তির মধ্যে তৌকীর আহমেদের ‘হালদা’ সিনেমাটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সিনেমায় অভিনয় করেও দর্শককে হলমুখী করেছিলেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও তিশা। মোশাররফ করিম বলেন, ‘হালদার মতো জীবনঘনিষ্ঠ গল্পের সিনেমা হলে অবশ্যই অভিনয় করব। আমরা যারা শিল্পী তারা ভালো গল্পের সিনেমাতে অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছি বলা যায় প্রতিটি সিনেমাই জীবনঘনিষ্ঠ গল্পের। হালদাও ঠিক তেমনি একটি সিনেমা। হলে হলে দর্শক ফিরছে, সিনেমার শো হাউজফুল যাচ্ছে- এটা আমাদের সিনেমার জন্য আশীর্বাদই বলা চলে। সিনেমার সুদিন ফিরে এসেছে এবং এই ধারা অব্যাহত থাকুক- এটাই প্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close