বিনোদন প্রতিবেদক

  ০১ জুলাই, ২০২২

রামেন্দু মজুমদারের নির্দেশনায় ‘পোহালে শর্বরী’

বরেণ্য নাট্যব্যক্তিত্ব, নির্দেশক রামেন্দু মজুমদারের নির্দেশনায় আজ মঞ্চায়িত হবে নাটক ‘পোহালে শর্বরী’। এটি নাট্যদল ‘থিয়েটার’র ৪৭তম প্রযোজনা। নাটকটির মূল গল্প সুরেন্দ্র বর্মার। অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। এর সংযুক্ত নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজমুদার। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন প্রদর্শন হবে। প্রথম পর্ব মঞ্চায়ন হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। একই নাটক ভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মঞ্চায়ন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। একই নাটক একই গল্প দুটি ভিন্ন সময়ে উপস্থাপনের মূল কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় শোর দিন কোনো কোনো শিল্পী শারীরিক অসুস্থতা কিংবা পারিবারিক কারণে শোতে অংশগ্রহণ করতে পারেন না। তাই থিয়েটারের সিদ্ধান্ত নেয় যে, একই গল্প পরপর দুটি সময়ে ভিন্ন শিল্পীদের দিয়ে মঞ্চায়ন করানোর। ‘পোহালে শর্বরী’ ১ ও ২ জুলাই পরপর দুদিন মঞ্চায়ন হবে। বিকাল ৫টা ৩০ মিনিটে এই নাটক নিয়ে রামেন্দু মজুমদারের নির্দেশনায় মঞ্চে উঠবেন মাহমুদা আক্তার লিটা, সামিয়া মহসীন, নূরে খোদা মাশুক সিদ্দিক, ত্রপা মজুমদার, মুশফিুকর রহমান, তানভীর হোসেন সাদমানী, তানজুম আরা পল্লী ও রবিন বসাক। পরবর্তী সময়ে ৭টা ৩০ মিনিটে মঞ্চে উঠবেন সৈয়দ আপন আহসান, তানভীন সুইটি, গুলশান আরা মুন্নী, শেকানুল ইসলাম শাহী, জোয়ারদার সাইফ, সামিরুল আহসান ও রাশেদুর রহমান। নাটকটির বিভিন্ন চরিত্র হচ্ছে প্রতিহারী, মহত্তরিকা, ওক্কাক, রাজপুরোহিত, সৈন্যাধ্যক্ষ, শীলবতী, প্রতোষ।

নাটকটি প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, ‘মূলত করোনার আগেই এ নাটক মঞ্চস্থ হওয়ার কথা। কিন্তু পরবর্তী সময়ে করোনার কারণেই প্রস্তুতি থেমে যায়। নাটকটির প্রতিটি চরিত্রের জন্য আমরা দুজন করে অভিনেতা তৈরি করেছি। ফলে একদিকে যেমন দলের বেশি কর্মী কাজের সুযোগ পেয়েছেন, অন্য দিকে তেমনি কারো সমস্যার কারণে যেন প্রদর্শনী আটকে না যায়, সেটিও বিবেচনায় আনা হয়েছে। তবে এতে প্রস্তুতিপর্বে দুটি প্রযোজনার সমান শ্রম ও সময় ব্যয় হয়েছে। সব কলাকুশলীর এই অক্লান্ত পরিশ্রম তখনই সার্থক হবে যখন দর্শক সশরীরে এসে মঞ্চে আমাদের প্রযোজনায় দেখবেন এবং পাশাপাশি অন্যকেও উৎসাহিত করবেন। নির্দেশনায় সিংহভাগ কাজ করেছেন ত্রপা মজুমদার। আর তরুণ প্রজন্মই থিয়েটারকে এগিয়ে নিতে পারে-এটা আমাদের সবার দৃঢ় বিশ্বাস।’ নাটকের পোশাক পরিকল্পনায় রয়েছেন ফেরদৌসী মজমুদার। আবহ সংগীত পরিকল্পনায় তানভীর আলম সজীব। প্রযোজনায় সমন্বয় হিসেবে আছেন গুলশান আরা মুন্নী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close