বিনোদন প্রতিবেদক

  ০১ জুলাই, ২০২২

‘আজীবন সম্মাননা’য় খুরশীদ আলম

বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম। আজ ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন তিনি। ‘স্টার প্লাস কমিউনিকেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বরেণ্য সংগীতব্যক্তিত্ব রুনা লায়লা ও বিশেষ অতিথি বরেণ্য গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোযারের হাত থেকে তিনি এই

সম্মাননা গ্রহণ করবেন।

আজ বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও পরিচালক নাজমুল খান। খুরশীদ আলম বলেন, আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে আবারও আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছি। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সেইসঙ্গে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন আমাকে, আমার পরিবারের সবাইকে।’

উল্লেখ্য ১৯৬৭ সালে বেতারে গান গাওয়ার সুযোগ হয় খুরশীদ আলমের। ১৯৬৭ সালে আজাদ রহমানের সুরে জেবুন্নেসা জামানের লেখা ‘চঞ্চল দু’নয়ন’ ও কবি সিরাজুল ইসলামের ‘তোমার দু’হাত ছুঁয়ে শপথ নিলাম’ দুটি গান বেতারের জন্য রেকর্ড করা হয়। গান দুটি প্রচারের পর পুরো পাকিস্তানে তুমুল হইচই পড়ে যায়। এর পরপরই সুযোগ মিলল বাবুল চৌধুরীর নির্দেশনায় ‘আগন্তুক’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করার। আজাদ রহমানের সুরে খুরশীদ আলমের চাচার লেখা ‘বন্দী পাখির মতো মনটা কেঁদে মরে’ গানটি গান। এই গান নায়ক রাজ রাজ্জাকের লিপে আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। এরপর এহতেশামের ‘পীচঢালা পথ’, ই আর খানের ‘সাধারণ মেয়ে’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন খুরশীদ আলম। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। খুরশীদ আলমের ভালো লাগে আবদুল আলীম, সৈয়দ আবদুল হাদী, আবদুল জব্বার, সুবীর নন্দী, শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গান। তার ভাষ্যমতে, ফিরোজা বেগম, ফৈরদৌসী রহমান কিংবদন্তি সংগীতশিল্পী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close