বিনোদন প্রতিবেদক

  ২২ জুন, ২০২২

বাবার সম্মাননায় উচ্ছ্বসিত মিম

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রয়াত খালিদ মাহমুদ পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। গেল ১৯ জুন বাবা দিবস উপলক্ষে সন্তানের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিদ্যা সিনহা মিমের বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহাকে ‘গর্বিত বাবা’ সম্মাননায় ভূষিত করা হয়। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে অন্য বেশ কয়েকজন তারকাশিল্পীর মধ্যে বিদ্যা সিনহা মিমের বাবার হাতেও ‘গর্বিত বাবা’ সম্মাননা তুলে দেওয়া হয়। নিজের মেয়ের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘গর্বিত বাবা’ সম্মাননায় ভূষিত হওয়া প্রসঙ্গে মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহা বলেন, ‘আজ ভীষণভাবে মনে পড়ছে বাবাকে। যদি আমার কর্মকাণ্ডের ওপর বিবেচনা করে আমার বাবা জীবদ্দশায় এমন একটি সম্মাননায় ভূষিত হতেন, তাহলে তিনি খুশি হতেন। কতটা যে খুশি হতেন নিজের সম্মাননাপ্রপ্তিতে, তা উপলব্ধি করছি। আমি এমনই একজন কন্যাসন্তানের বাবা, যার কাজের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমি গর্বিত বাবা সম্মাননায় ভূষিত হয়েছি। এটা যে কত আনন্দের, কত ভালো লাগার; তা ভাষায় প্রকাশের মতো নয়। শুধু এতটুকুই বলব, বাবা হিসেবে সন্তানের জন্য এই সম্মাননাপ্রাপ্তি আমাকে আবেগাপ্লুত করেছে। অনেক বাবার মাঝে হয়তোবা গর্বিত বাবা আমাকে একটু আলাদা করেছে, কিন্তু আমি অতিসাধারণ একজন মানুষ। পৃথিবীর সব বাবার প্রতি আমি আমার এই সম্মাননা শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমার কাজের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমার বাবাকে সম্মাননায় ভূষিত করা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল। সবসময় তো আসলে মাদেরই স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বাবারা যে কষ্ট করেন, শ্রম দেন দিনের পর দিন ক্লান্তিহীনভাবে, তাদের সন্তানদের সাফল্যের স্বীকৃতিতে তেমনভাবে অনুপ্রাণিত করা হয় না। কিন্তু এবার আমার বাবাকে গর্বিত বাবা সম্মাননায় ভূষিত করায় সত্যিই আমি ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত। বাবার মুখের হাসি দেখেই আমার খুব ভালো লেগে ছিল, কারণ আমার বাবাই আমার জীবনের আদর্শ, আমার জীবনের হিরো।’

উল্লেখ্য, আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত সিনেমা ‘পরান’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close