বিনোদন প্রতিবেদক

  ২৮ মে, ২০২২

অপূর্ব-ফারিণের যে নাটকে মুগ্ধ দর্শক

বিশেষ বিশেষ দিবসে অনেক ধরনের গল্পের নাটকই প্রচার হয়ে থাকে। কিন্তু কিছু নাটক একটু আলাদা গল্পের হওয়ার কারণে দর্শকের কাছে অন্যরকম গ্রহণযোগ্যতা পায়। অপূর্ব ও ফারিণ অভিনীত ‘ত্যাগ’ নাটকটি ঠিক সেই ধরনের গল্পেরই একটি নাটক। রিজভী আল আমিনের গল্পে তরুণ নির্মাতা মেহেদী হাসান জনি নির্মাণ করেছেন নাটক ‘ত্যাগ’। আর এই নাটকেই দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিণ। নাটকটিতে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, বাশার বাপ্পীসহ বেশ কয়েকজন। নাটকটি গেল ২৪ মে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে নাটকটি ইউটিউবে মাত্র চার দিনে ১১ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটির গল্প প্রচলিত ঘরানার গল্পের নাটকের চেয়ে একদমই ব্যতিক্রম একটি গল্প। পরিচালকের ভাষ্যমতে, এ ধরনের গল্প নিয়ে এর আগে কখনোই নাটক নির্মিত হয়নি। এরই মধ্যে নাটকটিতে অভিনয়ের জন্য অপূর্ব, ফারিণ, পরিচালক জনি দারুণ সাড়া পাচ্ছেন। অপূর্ব বলেন, ‘সব সময়ই আমি একটু ব্যতিক্রম ধরনের গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, আগ্রহ প্রকাশ করি। অনেক গল্পই হয়তো এরই মধ্যে বলা হয়ে গেছে নাটকে। তার পরও অনেক গল্প আমাদের অজানা থেকে যায়। সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বিধায় অনেক গল্প বলা হয়ে ওঠে না। কিন্তু সমাজের মানুষকে সচেতন করতে অনেক সময় আমাদের জরুরি সতর্কতার জন্য কিছু কিছু গল্প সামনে তুলে ধরা উচিত। জনি চমৎকার একটি গল্প নির্বাচন করেছে। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’ জনি বলেন, ‘অপূর্ব ভাইয়া সব সময়ই ভীষণ কো-অপারেটিভ। এই নাটকটির গল্প নির্বাচন থেকে শুরু করে নির্মাণের পুরো সময়টি ভীষণ আন্তরিকতা নিয় সহযোগিতা করেছেন। যথারীতি ফারিণও। যে কারণে একটি ভালো গল্প যথাযথভাবে দর্শকের মধ্যে তুলে ধরা সম্ভব হলো। আমার বিশ্বাস, নাটকটি একটা সময় বাংলাদেশের সব দর্শক উপভোগ করবে।’ এদিকে ফারিণ এ মুহূর্তে দেশের বাইরে আছেন। দেশে ফেরার পর আবারও তিনি নাটকের কাজে নিয়মিত হবেন। অপূর্ব এরই মধ্যে নাটকের কাজে ফিরেছেন। মাঝে কিছুটা অসুস্থ ছিলেন বিধায় বাসাতেই বিশ্রাম নিয়েছেন। গেল ঈদে তার বেশ কিছু নাটক দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে ছিলেন মেহজাবিন চৌধুরী, ফারিণ, সাবিলা নূর ও পায়েল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close