বিনোদন প্রতিবেদক

  ১০ মে, ২০২২

‘তোমারে লেগেছে এত যে ভালো’

কালজয়ী অনেক গানের গীতিকার কে জি মোস্তফা। তার লেখালেখি শুরু ছাত্রজীবনেই। ওই সময় থেকেই বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে তার লেখা কবিতা প্রকাশিত হয়। একপর্যায়ে গান লিখতে শুরু করেন এবং তার লেখা বেশ কিছু গান অসামান্য জনপ্রিয়তা পায়। ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা অনেক গান প্রচার হয়। সিনেমার সর্বাধিক জনপ্রিয় দুই গান ‘তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’ এবং ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’-এর গীতিকার তিনি। প্রথম গানটি এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ এবং দ্বিতীয় গানটি অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় ব্যবহার করা হয়েছে। দুটি গানের সুর করেছেন রবিন ঘোষ। প্রথম গানটি গেয়েছেন তালাত মাহমুদ। দ্বিতীয়টি গেয়েছেন মাহমুদুন্নবী। একসময় নাটক ও চলচ্চিত্র পরিচালনার দিকেও ঝুঁকেছিলেন হাজার গানের গীতিকার কে জি মোস্তফা। ‘মায়ার সংসার’, ‘অধিকার’ ও ‘গলি থেকে রাজপথ’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

কে জি মোস্তফার লেখা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- কাছে থাকো ছুঁয়ে থাকো, উড়ন্ত রুমাল, চক্ষুহীন প্রজাপতি, সাতনরী প্রাণ, একমুঠো ভালোবাসা, প্রেম শোনে না মানা। তার লেখা গল্পের বই কোথায় চলেছি আমি (সরস আত্মকাহিনি)। এ ছাড়া শিশু তুমি যিশু, কন্যা তুমি অনন্যা, মজার ছড়া শিশুর পড়া নামে তার তিনটি ছড়ার বইও রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close