বিনোদন প্রতিবেদক

  ২৯ জানুয়ারি, ২০২২

শিল্পী সংঘের নির্বাচন এবার ত্রিবার্ষিক

উৎসবমুখর পরিবেশে গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এর আগে দ্বি-বার্ষিক নির্বাচন হলেও এবার প্রথমবারের মতো হচ্ছে ত্রিবার্ষিক নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবারই নির্বাচন হয় দ্বি-বার্ষিক (দুই বছর মেয়াদি) কিন্তু এবার কোনো ঘোষণা ছাড়াই মেয়াদ বাড়িয়ে তিন বছর করা হয়েছে।

এ প্রসঙ্গে শিল্পী সংঘের সভাপতি পদপ্রার্থী আহসান হাবিব নাসিম বলেন, গত ২৭ নভেম্বর আমাদের শিল্পীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় সবার উপস্থিতিতে এবং আলোচনার মধ্য দিয়ে নতুন কমিটির মেয়াদ তিন বছর করা হয়।

তিনি বলেন, একটা কমিটি হওয়ার পর সবার সম্মিলিত প্রচেষ্টায় সেটা সংগঠিত হতে হতেই মেয়াদকাল শেষ হয়ে যায়। যার কারণে সব সদস্যের সম্মতিতে এবার নতুন কমিটির জন্য তিন বছর মেয়াদ চূড়ান্ত করা হয় এবং সেটা সাধারণ সভায় পাস হয়।

সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ২১টি পদে লড়েছেন ৪৮ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৭৫২ জন। এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন খায়রুল আলম সবুজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close