বিনোদন প্রতিবেদক

  ২৬ জানুয়ারি, ২০২২

‘বীরাঙ্গনা ৭১’-এ শাহেদণ্ডশিলা

প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও শিরীন শিলা। নাম ‘বীরাঙ্গনা ৭১’। এটি নির্মাণ করছেন এম সাখাওয়াৎ হোসেন। এর আগেও তিনি দুটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমার সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে চলচ্চিত্রটির দ্বিতীয় লটের শুটিং চলছে। আর দ্বিতীয় লট থেকেই এই সিনেমার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন শিরীন শিলা। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান। তিনি বলেন, ‘বীরাঙ্গনা ৭১-এর চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটি চরিত্র মোহন। আমি ভীষণ আনন্দিত এত চমৎকার একটি চরিত্রে কাজ করে। এম সাখাওয়াত হোসেন ভাইয়ের সঙ্গে এর আগেও আমার কাজ করা হয়েছে। তিনি ভীষণ যতস্নে নিয়ে কাজ করেন। বীরাঙ্গনা ৭১’ চলচ্চিত্রটিও সেভাবে নির্মাণ করার চেষ্টা করেছেন। এখানে আমার সহশিল্পী হিসেবে কাজ করছেন শিরীন শিলা। নিঃসন্দেহে শিলা ভালো একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় সিনেমার পর্দায় আমাদের দুজনের রসায়ন দর্শকেরও ভালো লাগবে।’

শিরীন শিলা বলেন, ‘আমার অভিনয় জীবনে এবারই প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করছি। বীরাঙ্গনা জয়বুন চরিত্রে আমি অভিনয় করছি। যেহেতু এটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। তাই চলচ্চিত্রটিকে ঘিরে আমার নিজের মাঝেই ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। অনেক সতর্ক থেকে অভিনয় করছি, নিজের চরিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। পরিচালক যেমন সহযোগিতা করছেন আমার সহশিল্পী অনেক গুণী অভিনেতা প্রিয় শাহেদ শরীফ খান ভাইও ভীষণ সহযোগিতা করছেন। আমি আশাবাদী এই সিনেমাটি নিয়ে।’

এদিকে শিরীন শিলা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেগমজান’ সিনেমার জন্য গত শনিবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাবিসাস সম্মাননা লাভ করেন। এরই মধ্যে গত সোমবার তার অভিনীত মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি সেন্সর সনদপত্র লাভ করে। শিলা এরই মধ্যে শেষ করেছেন ‘জিম্মি’ ওয়েব সিরিজ ও ‘ঘর ভাঙা সংসার’ সিনেমার কাজ। আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে তার নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’র কাজ। এদিকে শাহেদ অভিনীত ‘অন্তরাত্মা’ ও ‘সেনাপতি’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। শাহেদ শেষ করেছেন অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ সিনেমার কাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close