বিনোদন প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০২২

আজ কণ্ঠশিল্পী ধ্রুব গুহর জন্মদিন

‘শুধু তোমার জন্য’ এবং ‘যে পাখি ঘর বোঝে না’-এই দুই গান দিয়ে তারকাখ্যাতি পেয়েছেন কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। এরপর ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গানগুলোর মাধ্যমেও হয়েছেন প্রশংসিত, পেয়েছেন শ্রোতাণ্ডদর্শকদের ভালোবাসা। গান ভালোবেসে, বাংলা গানের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠা করেছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ পেয়েছে কিংবদন্তি কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন প্রতিভাবানদের গান। যারা বাংলা গানকে বুকে লালন করেন, সাধনা করেন অথচ সুযোগের অভাবে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারেন না, তাদেরও সুযোগ দিয়েছেন তিনি। বাংলা সংগীতকে সমৃদ্ধ করার জন্য নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংগীতের রিয়্যালিটি শো (ধ্রুব মিউজিক আমার গান) করার সাহসও দেখিয়েছেন এই শিল্পী।

আজ ১৪ জানুয়ারি এই শিল্পীর জন্মদিন। দিনটি উদযাপন প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘জন্মদিনে প্রথমেই স্মরণ করছি সৃষ্টিকর্তাকে। তারপর আমার পরম শ্রদ্ধেয় বাবা-মাকে। কারণ তাদের জন্যই এ সুন্দর পৃথিবীর মুখ দেখা। তাদের প্রতি যেন আমার দায়িত্ব সবসময়ই পালন করতে পারি, এ আশীর্বাদ চাই সবার কাছে। আমি যেন এ দেশে সংগীতপ্রেমী মানুষের জন্য আরো ভালো ভালো গান করে যেতে পারি।’

উল্লেখ্য, শিগগিরই আসছে তার নতুন গান ‘দাগা’। প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তরিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close