বিনোদন প্রতিবেদক

  ১২ জানুয়ারি, ২০২২

তাদের পেয়ে উচ্ছ্বসিত দর্শক

গত ১০ জানুয়ারি ছিল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে এদিন সন্ধ্যায় ফেনী পাইলট মাঠে মেয়র স্বপন মিয়াজীর উদ্যোগে ফেনীবাসীকে বিনোদন ও আনন্দ দিতে ব্যতিক্রমধর্মী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বিজয়ের সুবর্ণজয়ন্তী, নতুন বছর আর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিশেষ এই আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার, নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে সফর তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী ও সিনেমার নন্দিত জুটি ফেরদৌস-পূর্ণিমা গানে গানে উপস্থিত লাখো দর্শকের মাঝে মুগ্ধতা ছড়ান। মঞ্চে ওঠার আগেই ফেনীসহ আশপাশের সব এলাকায় ছড়িয়ে পড়ে যে, সে দিন সন্ধ্যায় গানে গানে পারফর্ম করবেন তারা। তাই সেই অনুষ্ঠান উপভোগ করার জন্য ঢাকাসহ আশপাশের অনেক জেলা থেকে দর্শক অনুষ্ঠানে ছুটে আসেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই পথে পথে দর্শকের ভালোবাসায় মুগ্ধ হন তারা। মঞ্চে শুরুতেই ওঠেন নন্দিত নায়ক ফেরদৌস-পূর্ণিমা। তাদের অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ হন দর্শক। এরপর মঞ্চে ওঠেন সুপারস্টার ওমর সানী ও প্রিয় দর্শিনী মৌসুমী। দুজনের পারফরম্যান্সেও মুগ্ধতা ছড়ান।

এমন বর্ণাঢ্য আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘বেশ কয়েক বছর পর এত এত দর্শকের সমাগম দেখতে পেলাম। সত্যিই দর্শকের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়েছি, আবেগাপ্লুত হয়ে পড়েছি। ধন্যবাদ এমপি নিজাম হাজারী ভাই এবং অনুষ্ঠানের সফল আয়োজক স্বপন মিয়াজীকে। ধন্যবাদ প্রিয়দর্শিনী মৌসুমীকে, ধন্যবাদ আমার ছোট ভাই ফেরদৌসকে এবং ধন্যবাদ কিউটি লেডি-অনেকের ক্র্যাশ পূর্ণিমাকে।’

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই আয়োজন ছিল সত্যিই অসাধারণ। অনেক দিন পর এমন একটি জমকালো অনুষ্ঠানে আমরা একত্রে পারফরম করেছি। সুন্দরভাবে দিনটিকে উদযাপন করতে পেরেছি, এটাই অনেক ভালো লাগা।’

ফেরদৌস আহমেদ বলেন, ‘অনেক দিন পর এক মঞ্চে আমরাসহ আরো ছিলেন জেমস ভাই, হাসান ভাই, ব্যাচেলর পয়েন্টের কয়েকজন অভিনেতা। সত্যিই স্বপন মিয়াজী ভাইয়ের আন্তরিকতায় এবং সাহসিকতায় এমন একটি অনুষ্ঠান করা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে। এমপি নিজাম হাজারী ভাইকেও ধন্যবাদ।’ পূর্ণিমা বলেন, ‘এক কথায় সব মিলিয়ে এত দর্শকের উপস্থিতি এবং আমাদের পারফরম্যান্সের কারণে তাদের মাঝে মুগ্ধতা দেখে সত্যিই মনটা ভরে গিয়েছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close