বিনোদন প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০২১

দেশের গানে মুক্তি-রাজীব

দেশের সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অনুপমা মুক্তি। তার কণ্ঠে আমাদের দেশের গানগুলো এক অন্য রকম দোতনার সৃষ্টি করে। পাশাপাশি পুরোনো দিনের গানগুলোও মুক্তির কণ্ঠে শুনতে আগ্রহ আছে দর্শকের। অন্যদিকে ক্লোজআপ তারকা রাজীব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজের মধুর সুরেলা কণ্ঠ দিয়ে একটি আলাদা অবস্থান সৃষ্টি করেছেন। যে কারণে নিয়মিত তিনি গান রেকর্ডিংয়ের কাজে যেমন ব্যস্ত থাকেন, ঠিক তেমনি স্টেজ শোতেও তার ব্যস্ততা রয়েছে। অনুপমা মুক্তি ও রাজীব এবার একসঙ্গে একটি দেশের গানে কণ্ঠ দিলেন। গানটি হচ্ছে ‘জয় জয় জয়-ভয়কে করেছি জয়’। এটি লিখেছেন মেফতাউল করিম, সুরও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শান। অনুপমা মুক্তি ও রাজীবের সঙ্গে আরো দুজন এই গানে কণ্ঠ দিয়েছেন। তারা হচ্ছেন দিনাত জাহান মুন্নী ও শান। এরই মধ্যে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। অনুপমা মুক্তি বলেন, ‘জয় জয় জয় ভয়কে করেছি জয়-দেশের গানটির কথা ও সুর খুব চমৎকার। এটি গাওয়ার সময়ই ভালো লেগেছে। মিউজিক ভিডিওর সময় আমরা অনেক আনন্দ নিয়ে আগ্রহ নিয়ে এতে অংশ নিয়েছে। খুব আশাবাদী গানটি নিয়ে।’ রাজীব বলেন, ‘দেশের গানের প্রতি সব সময়ই একটা ভালো লাগা কাজ করে, একটা আলাদা অনুভূতি কাজ করে। সেই ভালো লাগা নিয়েই গানটি গেয়েছি। সঙ্গে যারা ছিলেন তারাও ভালো লাগা নিয়ে গেয়েছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে। ধন্যবাদ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’ জানা যায়, বিজয় দিবসের আগেই গানটি প্রচারে আসবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close