বিনোদন প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০২১

জার্মানে শ্লিঙ্গেল চলচ্চিত্র উৎসবে সেরা ‘রিকশা গার্ল’

জার্মানিতে অনুষ্ঠিত ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল গত শনিবার। এদিন উৎসব সেরা ছবির পুরস্কার (এসএলএম টপ অ্যাওয়ার্ড) জিতে নেয় অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’। গত ৯ অক্টোবর থেকে শুরু হওয়া ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় ছিল ৭৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তার মধ্য থেকে উৎসব সেরা পুরস্কার জিতে নেয় বাংলাদেশ-আমেরিকার যৌথ-প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমাটি। এ ছাড়া উৎসবে বেলজিয়ামের ছবি ‘স্পেসবয়’-এর জন্য সাড়ে ১২ হাজার ইউরো জিতে নেন পরিচালক অলিভার প্যারক্স।

শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি প্রতি বছর শিশু কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। মনোনীত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে পেশাদার বিচারকম-লী কর্তৃক নির্বাচিত আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রিকশা গার্ল’ সর্বোচ্চ পুরস্কার পায়। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে নিউইয়র্কে সর্বাধিক বিক্রি হয়েছিল। অমিতাভের এ ছবিটি এই উপন্যাসের ছায়া অবলম্বনে চিত্রনাট্য লিখছেন নাফিস আমিন ও শর্বরী জোহরা আহমেদ। ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজক এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, শিহাব আহমেদ সিরাজী, আসাদুজ্জামান সকাল। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে। শিল্পীমনা নারী নাঈমার গল্প ‘রিকশা গার্ল’। কদিন আগেই প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলার। সোয়া দুই মিনিটের সেই ট্রেইলারে দেখা যায়, নাঈমার কাছে ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ এক দিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু টাকা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে সেই নাঈমা রাস্তায় রিকশা নিয়ে বের হন। তাকে সম্মুখীন হতে হয় নানা জটিলতার। মূল চরিত্র নাঈমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। ছবিতে আরো আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close