বিনোদন প্রতিবেদক

  ১৪ অক্টোবর, ২০২১

একই অনুষ্ঠান উপস্থাপনায় শান্তা ও লাবণ্য

শান্তা জাহান এ সময়ের নন্দিত উপস্থাপিকা। দেশের বিভিন্ন করপোরেট শো, নানা ধরনের স্টেজ শো, টেলিভিশন শো, টেলিভিশন রিয়্যালিটি শোগুলোয় তার অনবদ্য উপস্থিতি দর্শককে মুগ্ধ করে অনায়াসে। যে কারণে উপস্থাপক হিসেবে শান্তা জাহান এক আস্থার নাম। আবার এই প্রজন্মের উপস্থাপকদের মধ্যে মেধা, চমৎকার উপস্থাপনা এবং বিনয় দিয়ে নিজের একটি আলাদা অবস্থান গড়েছেন স্থপতি লাবণ্য। পেশায় স্থপতি হলেও মনের পুরোটা জুড়েই রয়েছে উপস্থাপনা। বছরজুড়েই বহুমাত্রিক অনুষ্ঠানে লাবণ্যর ব্যস্ততা দেখা যায়। রয়েছে তারও বেশ চাহিদা। এদিকে শান্তা জাহান ও লাবণ্য আজ একটি বিশেষ অনুষ্ঠান একই সঙ্গে উপস্থাপনা করবেন। দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’-এর পঞ্চম বর্ষে পদার্পণ এবং একই হাউস থেকে ইংরেজি জাতীয় দৈনিক ‘ডেইলি বাংলাদেশ আপডেট’-এর যাত্রা হতে যাচ্ছে আজ থেকে। এ উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে আজ বেলা ১১টায় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কাশেম খান এমপি, দৈনিক সময়ের আলো-এর নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আজকের বিজনেস বাংলাদেশ ও ডেইলি বাংলাদেশ আপডেট-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বাবু। এমন একটি অনুষ্ঠান উপস্থাপনা করা প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘দৈনিক পত্রিকার বর্ষপূর্তি বা যাত্রা শুরুর অনুষ্ঠানের উপস্থাপনা খুব কমই করা হয়েছে। তবে আজকের আয়োজনটি আমার কাছে বিশেষ মাত্রা পেয়েছে এ কারণে যে, একই সঙ্গে একই হাউসের দুটি জাতীয় দৈনিকের বিশেষ অনুষ্ঠান। ধন্যবাদ মেহেদী হাসান বাবু ভাইকে এমন একটি আয়োজনে আমাকে সঙ্গে রাখার জন্য। আর এটা সত্যিই ব্যতিক্রম যে, একই অনুষ্ঠান উপস্থাপনা করব আমি এবং আমার প্রিয় আরেকজন উপস্থাপিকা লাবণ্য। লাবণ্য ভীষণ শান্ত, ভদ্র এবং মিষ্টি স্বভাবের একজন মানুষ। উপস্থাপনায় সে ভীষণ ভালো করছে।’

লাবণ্য বলেন, ‘এমন একটি বিশেষ আয়োজনে উপস্থাপিকা হিসেবে থাকতে পারার মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ মেহেদী হাসান বাবু ভাইকে। আমি আর শান্তা আপুর একই মঞ্চে এর আগে এভাবে উপস্থাপনা করার সুযোগ হয়নি। তাই আজকের দিনটি আমাদের কাছে একটু বিশেষই বলা চলে। শান্তা আপু সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close