বিনোদন প্রতিবেদক

  ১২ অক্টোবর, ২০২১

ব্যস্ত এখন স্টেজ শোয়

কনার ‘ফিরে যেতে চাই আমি’

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। আবারও স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন। যে কারণে এই মাসের পুরোটাই তিনি ব্যস্ত থাকবেন স্টেজ শো নিয়ে। তবে স্টেজ শোর পাশাপাশি নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া, গানের মিউজিক ভিডিওর জন্য সময় দেওয়া এবং জিঙ্গেলের ভয়েজ দেওয়া নিয়েও ব্যস্ত সময় পার করছেন কনা। এরই মধ্যে গত রবিবার তিনি সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী শানের সুর-সংগীতে গাওয়া ‘ফিরে যেতে চাই আমি’ গানটির মিউজিক ভিডিওর কাজে অংশ নিয়েছেন। গানটি কনার আগেই গাওয়া ছিল। সেদিন শুধু মিউজিক ভিডিওর কাজে অংশ নিয়েছেন। তবে এবার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান নিজেই। রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়। গানটি লিখেছেন শামীম রেজা। তবে কোন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে গানটি প্রকাশ পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এর আগে শানের সুরে কনা গেয়েছেন ‘সে আসবে বলে’, ‘তোমার জন্য’, ‘আঁধারে স্নান’ গানগুলো। তবে এবারের গানটি নিয়ে একটু বেশিই আশাবাদী কনা ও শান দুজনইে। কনা বলেন, ‘শান ভাইয়ের সুরে এর আগেও বেশ কিছু গান করেছি। শান ভাইয়ের সুর আমার কাছে সব সময়ই ভালো লাগে এবং তিনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজ করেন। ফিরে যেতে চাই আমি গানটির সুর অনেক ভালো হয়েছে। গানের কথাও চমৎকার। তবে মজার বিষয় হচ্ছে, এবার গানের সুর-সংগীতায়োজন করার পাশাপাশি তিনি গানের মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন। বিষয়টি আমি বেশ উপভোগ করেছি। যত্ন নিয়েই মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতা-দর্শকের ভালো লাগবে। আর আমি সংগীতাঙ্গনে আমার অবস্থান নিয়ে ভীষণ সন্তুষ্ট-আলহামদুলিল্লাহ।’ এদিকে কিছুদিন আগে কনা অভি মঈনুদ্দীনের কথা ও সুরে ‘আদরে আদরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। এতে তার সহশিল্পী ছিলেন প্রতীক হাসান। গানটির সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান এবং সংগীতায়োজন করেছে সাউন্ডহ্যাকার। আজ সন্ধ্যার পর লা-মেরিডিয়ানে স্টক এক্সচেঞ্জ আয়োজিত একটি শোতে অংশ নেবেন কনা। ১৬ অক্টোবর করপোরেট শো, ২০ অক্টোবর ডাক্তারদের শো, ২৩ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে, ২৪ অক্টোবর লেকশোরে, ২৮ অক্টোবর রাওয়া কনভেনসন সেন্টার এবং ৩০ অক্টোবর একটি রিয়্যালিটি শোতে পারফর্ম করবেন। এ দিকে ইমরানের সুর-সংগীতে কবির বকুলের কথায় ‘সাইকো’ সিনেমায় ‘আহারে’ শিরোনামে একটি গান গেয়েছেন। এ ছাড়া ‘গলুই’ সিনেমাতেও কনা ইমরান ইমন সাহার সুর-সংগীতে প্লেব্যাক করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close