বিনোদন প্রতিবেদক

  ১৫ সেপ্টেম্বর, ২০২১

আপাতত শিল্পীর না

শিল্পীদের জন্য একজন নিবেদিত মানুষ হিসেবে বিশেষত চলচ্চিত্রাঙ্গনে চিত্রনায়িকা শিল্পীর বেশ সুনাম রয়েছে। শিল্পীদের পাশে দাঁড়ানো ছাড়াও সাধারণ মানুষের পাশেও সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন শিল্পী। অভিনয়ের দুনিয়া থেকে ঘোষণা ছাড়াই বিরতি নিয়েছেন তিনি। কবে আবার তাকে অভিনয়ে দেখা যাবে সেটাও নিশ্চিত নন শিল্পী নিজেও। তবে তিনি জানান, প্রতিনিয়তই অভিনয়ে ফেরার প্রস্তাব পান। যদিও আপাতত অভিনয় করার তেমন সময় সুযোগ নেই তার কিন্তু তারপরও এখনো যখন অভিনয়ে ফেরার প্রস্তাব পান শিল্পী। শিল্পী বলেন, ‘এখনো প্রায়ই নাটকে, সিনেমাতে অভিনয় করার প্রস্তাব আসে। বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফোন আসে। যেমন কদিন আগেই সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বেশ কয়েকটি চ্যানেল থেকে ফোন এসেছিল এই নায়ককে নিয়ে কিছু বলার জন্য। আবার নিয়মিত টিভি চ্যানেলগুলোর ম্যাগাজিন অনুষ্ঠানেও অংশগ্রহণের প্রস্তাব আসে। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করারও প্রস্তাব আসে। কিন্তু আসলে এখন আমার একদমই সময় নেই। দুই সন্তান সানাদ ইকবাল ও অ্যাঞ্জেলিনা ইকবালকে নিয়েই অনেক ব্যস্ত থাকতে হয়। যে কারণে আপাতত অভিনয় করার কোন সময়-সুযোগ নেই। তবে ভবিষ্যতের কথা এখনই বলা যায় না। আগামীতে হয়তো অভিনয় করতেও পারি। সেটা আসলে সময়ের ওপর নির্ভর করছে।’

এদিকে ১৯৯৫ থেকে ২০০০ সাল এই পাঁচ বছরে শিল্পী ৩৬টি সিনেমায় অভিনয় করেছেন। শিল্পী অভিনীত সবচেয়ে জনপ্রিয় সিনেমা হচ্ছে মোহাম্মদ হোসেন প্রযোজিত ও রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’। এতে শিল্পীর নায়ক ছিলেন বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। সিনেমাতে অভিনয়ের আগে শিল্পী তারই মামা মজনুর হাত ধরে ‘শকুন্তলা’ নাট্যগোষ্ঠীর হয়ে মঞ্চে অভিনয় করেন। তার প্রথম অভিনীত সিনেমা মো. আওলাদ হোসেন পরিচালিত ‘নাগ নর্তকী’। কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমান্ডো’। পরবর্তী সময়ে তাকে নায়ক রাজ রাজ্জাকের ‘বাবা কেন চাকর’, নূর হোসেন বলাইয়ের ‘শক্তের ভক্ত’ আবুল খায়ের বুলবুলের ‘ক্ষমা নেই’, মোহাম্মদ হোসেনের ‘মুক্তি চাই’, শহীদুল ইসলাম খোকনের ‘লম্পট’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ তিনি নায়ক রাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’ সিনেমায় অভিনয় করেন। শিল্পী অভিনীত প্রথম নাটক আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘তোমরাই’। এতে তার বিপরীতে ছিলেন আজিজুল হাকিম ও মাহফুজ আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close