বিনোদন প্রতিবেদক

  ১১ সেপ্টেম্বর, ২০২১

নতুন ধারাবাহিকে তারা

সজীব মাহমুদ, তরুণ মেধাবী নাট্য নির্মাতা। নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাটসহ আরো কয়েকজন তরুণ শিল্পী নিয়ে শুরু করেছেন নতুন ধারাবাহিক নাটক। নাম ‘হইচই ডটকম’। এটি রচনা করেছেন বিদ্যুৎ রায়। প্রযোজনা করছেন মারুফ আহমেদ খান রিজভী।

এ নাটকের মধ্য দিয়ে সম্রাট চার বছর পর কোনো নাটকে অভিনয় করলেন। সর্বশেষ সম্রাট তারই পরিচালনায় ‘বাবা’ নাটকে অভিনয় করেছিলেন তার বাবা নায়ক রাজকে উৎসর্গকৃত এই নাটকে।

নতুন এ ধারাবাহিকে সম্রাট অভিনয় করছেন তমাল চরিত্রে। আছেন রাকিব চরিত্রে গোলাম কিবরিয়া তানভীর, শিবলু চরিত্রে তানভীর মাসুদ, মধু চরিত্রে আইরিন তানি ও আদরী চরিত্রে স্বর্ণলতা অভিনয় করছেন। তারা পাঁচজনসহ কবির টুটুল, শাকিলাও এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেন গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে। পরিচালক সজীব মাহমুদ জানান, ১০৪ পর্বের এই ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে। দীর্ঘদিন পর নাটকে অভিনয় প্রসঙ্গে সম্রাট বলেন, ‘অনেক দিন পর নাটকে অভিনয় করে বেশ ভালো লেগেছে। নাটক নির্মাণের ধারা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনেক ছেলে বিভিন্ন সেকশনে কাজ করছে। তারা বেশ আগ্রহ নিয়ে কাজ করছে। সজীব মাহমুদের নির্দেশনায় প্রথম কাজ করেছি। বেশ গুছিয়ে যত্ন নিয়ে কাজ করে। আর সহশিল্পীরাও ছিল ভীষণ আন্তরিক।’ গোলাম কিবরিয়া তানভীর বলেন, ‘আমার চরিত্রটি একটু ডিফরেন্ট। আমি ভীষণ উপভোগ করছি চরিত্রটি। সবাই বেশ আন্তরিকতা নিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করছি আমরা।’

তানভীর মাসুদ বলেন, ‘সবাই যখন ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেন, তখন কাজটি ভালো হওয়ারই সম্ভাবনা থাকে। এই ধারাবাহিকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ আইরিন তানি বলেন, ‘সজীবের নির্দেশনায় এর আগেও একটি ধারাবাহিকে অভিনয় করেছি। নির্মাণের ক্ষেত্রে সজীব ভীষণ সিরিয়াস একজন নির্মাতা। যে কারণে কাজটি ভালো হবে আমার বিশ্বাস।’

স্বর্ণলতা বলেন, ‘কমেডি এবং পারিবারিক ঘরানার গল্পের নাটক এটি। আমি কাজটা ভীষণ উপভোগ করছি। আর শিল্পীসহ ইউনিটের প্রত্যেকেই অনেক আন্তরিক।’

এদিকে খালিদ হোসেন সম্রাট জানান, এখন থেকে তিনি নাটকে নিয়মিত অভিনয় করবেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে আরেকটি খ- নাটক এবং চলতি মাসের শেষ প্রান্তে আরো একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন তিনি। সিনেমার গল্প পছন্দ হলে সিনেমাতেও নিয়মিত অভিনয় করবেন। কারণ অভিনয়ে তার অভিষেক সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই। গোলাম কিবরিয়া তানভীর এরই মধ্যে সিলেটের জাফলং থেকে দোলন দের বিপরীতে ‘আমার আকাশে গাংচিল’ নাটকের কাজ শেষ করে এসেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close