বিনোদন প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০২১

অবনীর কণ্ঠে ‘ভালোবেসে সখী’

কণ্ঠশিল্পী অবনী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে তারই গান গেয়ে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। রবীন্দ্রসংগীত ‘ভালোবেসে সখী’ গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নভাবে উপস্থাপন করেছেন অবনী। তিনি বলেন, তার প্রিয় এই গানটি গাইবার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। গানটি এক বছর আগে রেকর্ড করা থাকলেও মিউজিক ভিডিও করা ছিল না বলে রিলিজ করা সম্ভব হয়নি। তবে খুব সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মনোরম পরিবেশে গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে আর ভিডিও এডিটিংয়ের কাজ হয়েছে কলকাতায়।

অবনী জানান, গানটি তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। গানটির অডিও বিভিন্ন স্ট্রিমিং অ্যাপে পাওয়া যাবে। অবনী বলেন, ‘নিঃসন্দেহে গানটি অনেক জনপ্রিয়। রবীন্দ্রসংগীতপ্রেমীদের কাছে তবে আমি একটু ভিন্ন ধরনের আয়োজন ও পরিবেশনের মাধ্যমে গানটি পৌঁছে দিতে চাই আরো অনেকের কাছে, যারা গতানুগতিক ধারার বাইরে ভালোভাবে গ্রহণ করতে পারেন।’ তিনি আরো বলেন, ‘আমি এখন মৌলিক গানের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি। তবে যত দিন গান গাইব রবীন্দ্রসংগীত আমার কণ্ঠে শ্রোতারা অবশ্যই শুনতে পাবেন। গানটির সংগীত আয়োজন করেছেন কলকাতার সৌরভ বাবাই চক্রবর্তী।’

এর আগে অবনীর কণ্ঠে জি সিরিজ থেকে তিনটি ও নিজস্ব চ্যানেল থেকে দুটি রবীন্দ্রসংগীত রিলিজ হয়েছে, যা শ্রোতাপ্রিয় হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close