বিনোদন প্রতিবেদক

  ০৫ আগস্ট, ২০২১

গানে সাড়া পাচ্ছেন মৌমিতা

দেশের আলোচিত উপস্থাপক কেকা ফেরদৌসীর রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘দেশ বিদেশে রান্না’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত সেরাকণ্ঠ খ্যাত সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া। এরই মধ্যে তিনি অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে এই মুহূর্তে মৌমিতা অনেক বেশি উচ্ছ্বসিত সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত তার নতুন একক মৌলিক গান ‘তোমায় লাগে ভালো’ নিয়ে। গেল সপ্তাহেই গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন সহিদুর রহমান, সুর সংগীত করেছেন এর আর সারোয়ার। গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে ভারতের আসামে। গানটি প্রকাশের পর থেকে নিজের গায়কীর জন্য বেশ সাড়া পাচ্ছেন মৌমিতা। এই সংগীতশিল্পী বলেন, ‘শুরুতেই ধন্যবাদ জানাই ধ্রুব গুহ দাদাকে আমার গানটি তার প্রতিষ্ঠান থেকে প্রকাশ করার জন্য। কারণ একটি ভালো ব্যানার গান প্রকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধন্যবাদ গানের গীতিকার ও সুরকারের প্রতি-আমার কণ্ঠে আস্থা রাখার জন্য। শ্রোতা দর্শকের প্রতি অসীম ভালোবাসা ও শ্রদ্ধা। তারা আমার গান শুনছেন, গান শুনে নিজেদের অভিমত প্রকাশ করছেন। একজন শিল্পী হিসেবে এটাই আমার ভালো লাগা। সত্যি বলতে কী গানতো করি শ্রোতা দর্শকের জন্য। হ্যাঁ, অবশ্যই নিজে যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাটুকু তো আমার থাকবেই। তারপরও শ্রোতা দর্শকের রায় আমি সবসময়ই মাথায় পেতে নেই। তোমায় লাগে ভালো- সবার ভালো লাগছে এটাই আমার আনন্দ। আর আমার বাবা ত্রিদিব বড়ুয়া রানার প্রতি সবসময়ই পরম শ্রদ্ধা। কারণ বাবার কারণেই সঠিকভাবে গাইতে পারছি। আরেকজন হলেন আমার সংগীতগুরু শ্রদ্ধেয় সুব্রত দাস অনুজ। তার প্রতিও শ্রদ্ধা।’ মৌমিতার প্রথম মৌলিক গান ছিল ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টি’। গানটি লিখেছিলেন মাহমুদ শাওন এবং সুর করেছিলেন বর্ণ চক্রবর্তী। ২০১৭ সালে চ্যানেলে আইয়ের সেরাকণ্ঠের শীর্ষ দশে ছিলেন মৌমিতা বড়ুয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close