বিনোদন প্রতিবেদক

  ০১ আগস্ট, ২০২১

করোনায় আক্রান্ত ফারুকী

খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট করে ফারুকী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি করোনা পজিটিভ হয়েছি। তাই দয়া করে সবাই নিরাপদে থাকুন এবং মনোবল দৃঢ় রাখুন।’

মাত্র কিছুদিন আগে তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। সোশ্যাল সাইটে সবাইকে সেই খবর জানিয়ে সতর্ক করেছিলেন, ‘টিকাই শেষ কথা নয়’। করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতেই হবে। গত ২৬ জুলাই করোনার টিকা নিয়েছিলেন ফারুকী। একই দিনে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি তবে একটা কথা বলতে চাই, টিকা নেওয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না। ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়েক দিনে করোনা পজিটিভ।’

‘সো, স্বাস্থ্যবিধি মেনে চলেন। ঘরে থাকেন। আর অবসরে লেডিজ অ্যান্ড জেন্টলমেন দেখতে পারেন। পুরো আট পর্ব এক টানে দেখলে সবচেয়ে ভালো। তাহলে একটা অন্যরকম অনুভূতি হলেও হতে পারে। এই সিরিজের অনেক মুহূর্ত আমার খুব প্রিয়। আমরা ফিল্ম মেকাররা সারা জীবন কাজ করি এ রকম কিছু কিছু মুহূর্ত তৈরি করব বলে, ওই মুহূর্তগুলোতে পৌঁছাব বলে, যেগুলো এক ধরনের ব্যাখ্যাতীত অবস্থায় পৌঁছে দেয় মনকে। এখানে সে রকম অনেক মুহূর্ত তৈরি করা গেছে মনে হয়।’

উল্লেখ্য কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। প্রোডাকশনটি দর্শকদের মন জয় করে নিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close