বিনোদন প্রতিবেদক

  ২৩ জুন, ২০২১

‘অন্তর্জাল’-এ মিম

কদিন আগেই দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’ নির্মাণের ঘোষণা দেন দীপংকর দীপন। এতে অভিনয় করার জন্য সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের যুক্ত হওয়ার বিষয়টিও জানান তিনি। এবার সিনেমাটির সঙ্গে যোগ দিলেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সিনেমায় আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে।

সিনেমাটি প্রসঙ্গে মিম বলেন, ‘একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে, তখন সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করে। এই চলচ্চিত্রে আমি দেশকে রক্ষার যুদ্ধে নামব সার্ট (ঈওজঞ)-এর সাইবার সিকিউরিট স্পেশালিস্ট হিসেবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের কম মানুষই সার্ট বিষয়ে জানে। এই চরিত্রের মাধ্যমে আমি সার্ট বিষয়ে দেশের মানুষকে জানাতে পারব এবং সাইবার সচেতনতা তৈরিতে ভূমিকা রাখব। এই চলচ্চিত্রে যুক্ত হওয়ার সেটি বড় কারণ। সেই সঙ্গে দীপন দাদার সঙ্গে কাজ করার আগ্রহওটা কাজ করেছিল। অনেক চলচ্চিত্রে অনেক চরিত্রে অভিনয় করেছি, তবে এই চরিত্রটির মতো কোনো চরিত্র ক্যারিয়ারে নেই। সত্যি বলতে এই ধরনের গল্প ও ক্যারেক্টার বাংলা সিনেমায় আগে আসেনি। এই ছবিতে কাজ করতে পেরে আনন্দিত।’

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। ‘অন্তর্জাল’ ছবিটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close