বিনোদন প্রতিবেদক

  ২১ জুন, ২০২১

তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আজ ‘ঘোর’

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমি ফিল্ম সোসাইটির সহযোগিতায় চলতি মাসের ১৮ তারিখ থেকে দেশব্যাপী শুরু হয়েছে ৮ দিনের ‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’। উৎসবের চতুর্থ দিন আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে কবি বীরেন মুখার্জি নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘ঘোর দ্য ইনটেন্স অব লাইফ’। এ প্রসঙ্গে চলচ্চিত্রের কো-অর্ডিনেটর এসডি প্রিন্স বলেন, “দেশের জাতীয় উৎসবে আমাদের স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে, এ খবরে টিমের সবাই আনন্দিত। ২০১৯ সালের মার্চে কলকাতার নন্দনে অনুষ্ঠিত সার্ক দেশভুক্ত আট দেশের চলচ্চিত্র নিয়ে ‘দ্বিতীয় দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব ২০১৯’-এ চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়। অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ সাময়িকীতে ১৯৯৭ সালে বীরেন মুখার্জির ছোটগল্প মস্তকহীন থেকে ‘ঘোর দ্য ইনটেন্স অব লাইফ’-এর চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন। অভিনয়শিল্পীরাও খুব দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।” কবি ও নির্মাতা বীরেন মুখার্জি বলেন, মুক্তিযুদ্ধের পর আহত এক বীর মুক্তিযোদ্ধার জীবন সংগ্রাম, দাম্পত্যপ্রেম ও সংকট ‘ঘোর দ্য ইনটেন্স অব লাইফ’ চলচ্চিত্রের কাহিনিতে গুরুত্ব পেয়েছে। একটি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে গল্পটি লেখা হয়। বাঙালির নিজস্ব ঐতিহ্য-দর্শনও উঠে এসেছে কাহিনিতে। তিনি চলচ্চিত্রের শিল্পী ও কুশলীদের অভিনন্দন জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close