বিনোদন প্রতিবেদক

  ১২ এপ্রিল, ২০২১

আবারও বন্ধ হচ্ছে শুটিং-সিনেমা হল

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সার্বিক অবস্থাকে আরো সংকটাপূর্ণ করে তুলেছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এই ভয়াবহ অবস্থা থেকে সব শ্রেণির মানুষকে নিরাপদ রাখতে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। তাতে সংক্রমণ না কমায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে আরো সাত দিনের সর্বাত্মক লকডাউন।

আগের কঠোর বিধিনিষেধে গণপরিবহন চলাচল ও শপিং মল বন্ধ থাকলেও চালু ছিল সিনেমা হল ও নাটক-সিনেমার শুটিং। শুধু স্টার সিনেপ্লেক্স তাদের সবকটি শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ রেখেছিল। তবে এবারের লকডাউনে সব প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

অন্যদিকে করোনার ক্রমবর্ধমান এই সংক্রমণের মধ্যে শুটিংও বন্ধ থাকবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহান। এর আগে গত বছরের লকডাউনে ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল দেশের সব প্রেক্ষাগৃহ এবং সিনেমা, নাটকসহ সব ধরনের শুটিং। আবারও তা শুরু হতে যাচ্ছে ১৪ এপ্রিল থেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close