বিনোদন প্রতিবেদক

  ০৯ মার্চ, ২০২১

দুই বিশ্বাসের উপস্থিতি নতুন কমেডি শোতে

একজন উপস্থাপক হিসেবে দারুণ জনপ্রিয় দেবাশীষ বিশ্বাস। পাশাপাশি একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেও বেশ সমাদৃত তিনি। ‘পথের প্যাঁচালী’, ‘ক্লোজআপ ওয়ানÑ তোমাকেই খুঁজছে বাংলাদেশ’, ‘হা শো’, ‘জানার আছে বলার আছে’, ‘ভেরি ফিল্মি’, ‘সুপার হিরো সুপার হিরোইন’, ‘ঢালিউড করচা’, ‘শুধু তোমার জন্য’সহ বে শকিছু অনুষ্ঠান জনপ্রিয় হযে ওঠার কারণ দেবাশীষ বিশ্বাসের নান্দনিক উপস্থাপনা। স্যাটেলাইট চ্যানেলে এটিএন বাংলা আবার সেই আশা নিয়েই দেবাশীষ বিশ্বাসকেই উপস্থাপক হিসেবে নিয়ে শুরু করেছে বাংলাদেশের সর্ববৃহৎ সেলিব্রিটি কমেডি শো ‘গ্র্যান্ড ফান শো’। দেবাশীষ বিশ্বাসের আহ্বানে প্রথম পর্বের অতিথি হয়ে এই ফান শোতে অংশ নিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত রবিবার বিএফডিসির একটি ফ্লোরে এই শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস। এই ফান শোটি পরিচালনা করছেন তারেক মাহমুদ। এমন একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্বে থাকতে পেরে ভীষণ উচ্ছসিত দেবাশীষ বিশ্বাস।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান সাধারণত পশ্চিমা দেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশগুলোতে হয়ে থাকে। বাংলাদেশে এত আয়োজন করে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম। অনুষ্ঠানটি করতে পেরে ভীষণ ভালো লাগছে। আর আমার আহ্বানে বা নিমন্ত্রণে এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হিসেবে এসেছিলেন অপু বিশ্বাস। প্রথম পর্বে তাকে পাওয়া ছিল আমার জন্য অনেক আনন্দের, ভালো লাগার। আমার বিশ্বাস দর্শক অনুষ্ঠানটি ভীষণ আগ্রহ নিয়ে উপভোগ করবেন।’

অপু বিশ্বাস বলেন, ‘এর আগেও দেবাশীষ দাদার আহ্বানে বেশকিছু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলাম। কিন্তু এবারের শোটি একেবারেই ব্যতিক্রম। আমার কাছে অনুষ্ঠানের ধরন এবং আমাকে নিয়ে দাদার নানা ধরনের ফান করা ছিল ভীষণ উপভোগ্য। আমি বেশ আনন্দ পেয়েছি অনুষ্ঠানটিতে উপস্থিত হতে পেরে। দর্শকেরও ভালো লাগবে আশা করি।’

এদিকে আগামী ১৯ মার্চ থেকে এটিএন বাংলায় পাক্ষিকভাবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। অপু বিশ্বাসকে নিয়ে দেবাশীষ বিশ্বাস এখন পর্যন্ত দুটি সিনেমা নির্মাণ করেছেন। একটি ‘শুভ বিবাহ’ এবং অন্যটি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। দেবাশীষ জানান দ্বিতীয় সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এদিকে স্বাধীনতা দিবসে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close