বিনোদন প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০২১

পূর্ণিমার আলোয় প্রথম ফেরদৌস!

দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ প্রশংসিত তিনি। সেই ধারাবাহিকতায় নতুন অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। নাম ‘পূর্ণিমার আলো’। নিজের নামেই আলোকিত এ অনুষ্ঠানের রেকর্ডিং পর্বের কাজ শুরু হয়েছে গত শনিবার থেকে। দেশ টিভিতে প্রচারের অপেক্ষায় ‘পূর্ণিমার আলো’-এর প্রথম পর্বের অতিথি হিসেবে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। ‘পূর্ণিমার আলো’-এর প্রথম পর্বে ফেরদৌসের উপস্থিতি এবং অনুষ্ঠানটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘প্রথম পর্বেই আমার বন্ধু ফেরদৌসকে পেয়েছি, নিঃসন্দেহে এটা অনেক ভালো লাগার বিষয়। কারণ চলচ্চিত্রাঙ্গনে ফেরদৌসই আমার সবচেয়ে ভালো বন্ধু। এর আগেও আমরা দুজন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি অতিথি হিসেবে কিংবা আমার অনুষ্ঠানের অতিথি হিসেবেও ফেরদৌস উপস্থিত ছিল। কিন্তু পূর্ণিমার আলো অনুষ্ঠানে আমাদের আলোচনায় নতুন কিছু উঠে আসবে; যা আগে দর্শক জানতেন না। পূর্ণিমার আলোতে উপস্থাপনা করার জন্য আমাদের সবারই শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর ভাই আমাকে ফোন করে একবার বলেছেন। তিনি আমাকে এত স্নেহ করেন যে, তার প্রস্তাবে না করার প্রশ্নই আসে না। যে কারণে পূর্ণিমার আলো অনুষ্ঠানটি বেশ আগ্রহ নিয়েই করছি। দেখা যাক, অনুষ্ঠানটি প্রচারে এলে দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়।’

ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে আমার সবচেয়ে ভালো বন্ধু পূর্ণিমা। তার অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারাটা অবশ্যই সম্মানজনক। একজন নায়িকা হিসেবে তো পূর্ণিমা অসাধারণ, এ কথা নতুন করে বলার কিছু নেই। একজন উপস্থাপক হিসেবেও পূর্ণিমা এক কথায় অনবদ্য। উপস্থাপনায় পূর্ণিমার নিজস্ব একটা ধরন আছে। তার কথা বলার স্টাইল, উপস্থিত বুদ্ধি, মিষ্টি হাসি, যে বিষয়ে কথা বলবে, সে বিষয়ে বিস্তর জ্ঞান রাখা সব মিলিয়েই আসলে পূর্ণিমা পরিপূর্ণ একজন উপস্থাপক। তার অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লেগেছে। পূর্ণিমার আলোর জন্য এবং পূর্ণিমার জন্য শুভকামনা।’

‘পূর্ণিমার আলো’ অনুষ্ঠানের প্রযোজক ফরিদা লিমা জানান, আগামী রোজার মাসেই দেশ টিভিতে প্রচারে আসবে অনুষ্ঠানটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close