বিনোদন প্রতিবেদক

  ০২ মার্চ, ২০২১

‘সার্টিফিকেট’ -এ তারা

এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, কল্যাণ কোরাইয়া, সানজিদা ইসলাম আনিকা ও শাকিলা আক্তার। রাজধানীর উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান নাটকটির রচয়িতা ও পরিচালক ফজলুল সেলিম।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘ফজলুল সেলিম তরুণ নাট্য রচয়িতা এবং নির্মাতা। ভালো গল্প লেখার এবং নির্মাণের চেষ্টা করেন। সার্টিফিকেট চমৎকার গল্পের একটি নাটক। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

কল্যাণ কোরাইয়া বলেন, ‘করোনার ক্রান্তিকাল পেরিয়ে এখন নাটকে আগের চেয়ে নিয়মিত হয়েছি। এরই মধ্যে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে কাজ করেছি। সার্টিফিকেট তার মধ্যে অন্যতম ভালো গল্পের একটি নাটক। এতে আমার সহশিল্পী হিসেবে যারা আছেন, তারা প্রত্যেকেই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। যে কারণে নাটকটি দর্শকের ভালো লাগতে পারে বলে আমার বিশ্বাস।’

সানজিদা ইসলাম আনিকা এবং শাকিলা আক্তারও নাটকটি নিয়ে বেশ আশাবাদী। কারণ দুজনেই অনায়াসে স্বীকার করেছেন, ‘সার্টিফিকেট’ সমসাময়িক গল্পের বাইরে একটি অন্যরকম গল্পের নাটক। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মান অভিমান’ এরই মধ্যে ৬০০ পর্ব পেরিয়েছে। এই নাটকে রানু চরিত্রে অভিনয় করছিলেন সানজিদা ইসলাম আনিকা। এখন রানু চরিত্রে অভিনয় করছেন শাকিলা আক্তার। গেল ২৫ ফেব্রুয়ারি থেকে রানু চরিত্রে শাকিলাকে দেখা যাচ্ছে। জানা যায়, অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে উঠেছেন সানজিদা ইসলাম আনিকা। যে কারণে এখন তিনি খন্ড নাটকে কাজ করার প্রতি নিজের মনোযোগ বাড়াচ্ছেন। কল্যাণ কোরাইয়া অভিনীত ‘ট্রুুত অর ডেথ’ নাটকটি এরই মধ্যে বাংলাভিশনে প্রচার হয়েছে। এতে তার বিপরীতে ছিলেন তাসনুভা তিশা। নাটকে কল্যাণের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়া কল্যাণ অভিনীত রাকেশ বসু পরিচালিত ‘ভালোবাসার এপিঠ-ওপিঠ’ নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এতে তার বিপরীতে ছিলেন মৌসুমী হামিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close