বিনোদন প্রতিবেদক

  ২৮ ফেব্রুয়ারি, ২০২১

কুসুম সিকদারের ‘অজাগতিক ছায়া’

‘শঙ্খচিল’খ্যাত অভিনেত্রী কুসুম সিকদার। সিনেমার জন্য কাছে খ্যাতি পেয়েছেন, পরিচিতি পেয়েছেন, প্রশংসা পেয়েছেন সমালোচকের। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এসব পরিচয়ের বাইরে বাইরে তিনি নিজেকে লেখক ভাবতেই পছন্দ করেন এই অভিনেত্রী।

এরই মধ্যে বেরিয়েছে কবিতার বই ‘নীল ক্যাফের কবি’। বইটির কারণে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। পেয়েছেন সিটি আনন্দ আলো পুরস্কার। এবারের বইমেলায় তিনি নিয়ে আসছেন নিজের লেখা প্রথম গল্পের বই ‘অজাগতিক ছায়া’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশ পাবে তাম্রলিপি প্রকাশনী থেকে। এ প্রসঙ্গে কুসুম জানান, এর আগে আমার লেখা কবিতার বই প্রকাশিত হয়েছে। অনেকদিন ধরেই গল্প লেখার চেষ্টা করছি। এর আগে একটি বড় গল্প ডেইলি স্টার পত্রিকার ঈদ সংখ্যায় ছাপা হয়, এরপর গত বছর আরো একটি গল্প ছাপা হয় বাংলা ট্রিবিউনের ঈদ সংখ্যায়। তাই সাহস করে আসছে বইমেলায় গল্পের বই প্রকাশের উদ্যোগ নিয়েছি। ‘অজাগতিক ছায়া’ বইটি নিয়ে ‘লাল টিপ’ খ্যাত এই নায়িকা বলেন, বইটির ‘শরতের জবা’ এবং ‘ছায়াকাল’ দুটি গল্পই রহস্য রোমাঞ্চকর এবং দুটি গল্পেরই বর্ণনা ভৌতিক, অতি প্রাকৃতিক। গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলো হঠাৎ করেই অলৌকিকভাবে, দিন ও রাতের নির্দিষ্ট কিছু প্রহরে কতিপয় অজাগতিক ঘটনার সম্মুখীন হতে থাকে। যেগুলোর ব্যাখ্যা খুঁজতে গিয়ে তারা সময়ের এক অপার্থিব চোরাবালিতে ডুবে যেতে থাকে। তাদের চারদিকে বিরাজ করতে থাকে এক অবিচ্ছেদ্য বলয়ের শক্তি। কীভাবে সেই অতল গভীর ও অন্ধকার রহস্যময়, প্রায় অদৃশ্য অজানার চোরাবালি থেকে তারা উঠে আসে- সেই ভয়ংকর যাত্রার সাক্ষী হতে চাইলে বেলী, শরৎ, রিংকি, জ্যাকি, জবা ও পিকলুর সঙ্গে আরোহন করতে হবে অজাগতিক ছায়ায়।

কুসুম জানান, ‘অজাগতিক ছায়া’-এর সব কাজ সম্পন্ন। আশা করছি বইমেলার শুরু থেকেই বইটি তাম্রলিপির স্টলে পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close