বিনোদন প্রতিবেদক

  ২৫ জানুয়ারি, ২০২১

৪ যুগের পথচলায় সম্মানিত হচ্ছেন ফেরদৌস আরা

দেশের নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। পেশাগতভাবে সংগীত জীবনের ৪৮ বছর অতিক্রম করছেন তিনি। দীর্ঘ চার যুগের এই পথচলাকে শ্রদ্ধা জানিয়ে ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে স্টার প্লাস কমিউনিকেশন। আগামী শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে রাজধানীর সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টার প্লাস কমিউনিকেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড’। এই অনুষ্ঠানেই ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননা জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিচালক নাজমুল খান।

বিশেষ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, ‘সংগীত জীবনে আমার চার যুগের পথচলাকে শ্রদ্ধা জানিয়ে যারা আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। আমাকে নিয়ে আয়োজকরা বিশেষভাবে ভেবেছেন, চিন্তা করেছেন, তাদের এই চিন্তাকেই শ্রদ্ধা জানাই। আমি অবশ্যই সম্মানিত বোধ করছি। এই পুরস্কার আমাকে আমার আগামীদিনের পথচলাকে আরো অনুপ্রাণিত করবে, নজরুল সংগীত নিয়ে আরো বিশেষ কিছু করার সাহস জোগাবে।’

ফেরদৌস আরা দীর্ঘ চার যুগ সংগীত জীবনের পথচলায় সরকার স্বীকৃত কোনো সম্মাননায় ভূষিত হননি। তবে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত নজরুল ইউনিভার্সিটি, রাজধানীর নজরুল ইনস্টিটিউট কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। চ্যানেল আই থেকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। এ ছাড়াও বহু বছর আগে তিনি উজবেকিস্তানে ইউনাইটেড নেশন আয়োজিত ফোক ফ্যাস্টিভ্যালে ৭২টি দেশের মধ্যে নজরুলের ফোক গান গেয়ে পুরস্কৃত হয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছিলেন ফেরদৌস আরা। এদিকে চ্যানেল আইতে প্রতি বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ফেরদৌস আরার পরিকল্পনা ও উপস্থাপনায় ‘নজরুল উৎসব’ যা পরবর্তী সময়ে বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে এবং শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে আবার প্রচার হয়। বর্তমানে এই আয়োজনটি নিয়ে ফেরদৌস আরা বেশ ব্যস্ত সময় পার করছেন।

পাশাপাশি তিনি নজরুল সংগীত সমগ্র নিয়েও কাজ করছেন। ‘একক কণ্ঠে হাজার গান’ প্রকাশ করছেন ফেরদৌস আরা। এরই মধ্যে ১০টি খ- প্রকাশিত হয়েছে অ্যালবাম আকারে। যার মধ্যে গান রয়েছে শতাধিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close