বিনোদন প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০২১

নতুন সিনেমায় প্লেব্যাক করলেন বাবু

নতুন সিনেমায় প্লেব্যাক করলেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। বন্ধন বিশ^াস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় আবারও প্লেব্যাক করলেন তিনি। গানের শিরোনাম ‘সুখ নাই এই ভুবনজুড়ে’। লিখেছেন বন্ধন বিশ^াস। সুর-সংগীত করেছেন ইমন সাহা। এর আগে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় ইমন সাহার সুর-সংগীতে গেয়েছিলন ফজলুর রহমান বাবু। ‘আমার মাথায় যত চুল, তারচেয়ে বেশি হইল ভুল’ গানটির জন্য সুরকার হিসেবে এবং একই সিনেমার জন্য সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ইমন সাহা।

আবারও ইমন সাহার সুর-সংগীতে গান গাওয়া প্রসঙ্গে বাবু বলেন, ‘ইমনের সঙ্গে সম্পর্কটা সত্য দা বেঁচে থাকাকালীন থেকেই, তখনো তার সুরকার হয়ে ওঠা হয়নি। যে সম্পর্ককে আত্মার সম্পর্ক কিংবা আত্মীয়ের সম্পর্ক বললে ভুল বলা হবে না। মেয়েটি এখন কোথায় যাবে সিনেমায় যে গানটি গেয়েছিলাম, ইমনের ভাষ্যমতে, আমি নাকি অনেক আবেগ দিয়ে, দরদ দিয়ে গেয়েছলিাম। এ গানের জন্য গীতিকার হিসেবে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার ভাইও পুরস্কৃত হয়েছিলেন। তো, সেই ইমনের সুরে আবারও প্লেব্যাক করেছি চমৎকার সুরের একটি গানে। ইমন সব সময়ই অসাধারণ সুর করে, আমার সম্পর্কে জানে বিধায় আমাকে নিয়ে সেভাবেই সুর করে। তার প্রতি আমার যেমন আত্মবিশ^াস আছে, আমার প্রতিও ঠিক তাই। সুখ নাই এই ভুবনজুড়ে গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’ মুঠোফোনে আমেরিকা থেকে ইমন সাহা বলেন, ‘বাবু ভাই আমার অন্যতম প্রিয় একজন অভিনেতা। তার কণ্ঠ এককথায় অনন্য, দুর্লভ কণ্ঠ, যে কেউ শুনলেই বুঝবেন এটি বাবু ভাইয়ের কণ্ঠ। বাবু ভাইয়ের ভয়েজ রেঞ্জ চিন্তা করেই আমি গানটি করেছি। তিনি গেয়েছেনও চমৎকার।’ এদিকে আজ বাবু ‘সবুজে আস্থা’ নামক একটি এনজিওর প্রমোশনালের শুটিংয়ে অংশ নেবেন। এরই মধ্যে বাবু ফরিদুল হাসানের ‘বাহানা’ ধারাবাহিকের টাইটেল সং-এ কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন অধরা জাহান, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গত ১৭ জানুয়ারি বাবু চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় অভিনয়ের জন্য। এর আগে তিনি ‘শঙ্খনাদ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এবং ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয়ের জন্য একই পুরস্কারে ভূষিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close