বিনোদন প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০২১

সাড়া ফেলেছে সুমনের গান

নতুন গান নিয়ে আবার আলোচনায় এসেছেন হানিফ সংকেতের ‘ইত্যাদি’খ্যাত সংগীতশিল্পী শামস সুমন। নতুন বছরেই অর্থাৎ গত ২ জানুয়ারি যাত্রা হলো শামস সুমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ঝযধসং ঝঁসড়হ.’। এই চ্যানেলই ‘শামস সুমন রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘সময়’। গানটি লিখেছেন রোমান (এক্স ক্যাডেট), সুর করেছেন শামস সুমন নিজেই এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। গানটি প্রকাশের দিন থেকেই শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে মাত্র কয়েক দিনে গানটি এক লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

শামস সুমন বলেন, ‘বলা যায় প্রায় দুই বছর পর নিজের সুর করা নতুন গান প্রকাশিত হলো। এতটা সাড়া পাব ভাবিনি। কোনো রকম বুস্ট ছাড়া শ্রোতা-দর্শকের একান্ত ভালো লাগা দিনের পর দিন বাড়তে থাকবে, এটা আমার ভাবনায় ছিল না। সময় গানের এই শ্রোতাপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। গানটির সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার বিশ^াস, এই গান একটি মাইলফলক গান হিসেবেই রেকর্ড সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।’ ‘সময়’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাসানুর রজো জিমি। ২০১০ সালে ইত্যাদিতে গান গাওয়ার পর সঙ্গীতা থেকে পরপর ‘অদিতি’ ও ‘দিশেহারা’ শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশিত হয়। তারপর ‘চিলেকোঠা’ নামেও আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। ২০১৯ সালের ভালোবাসা দিবসে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় শহীদ মাহমুদ জঙ্গীর লেখা, শামস সুমনের সুরে, সুমন কল্যাণের সংগীতায়োজনে সুমনের গাওয়া গান ‘খোলা চিঠি’। এই গানটিও এরই মধ্যে এক মিলিয়ন ভিউয়ার্স উপভোগ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close