বিনোদন প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০২১

বিটিভিতে ধারাবাহিক তথ্যচিত্র ‘নাটের গুরু’

পৃথিবীর ইতিহাসকে কাঁপিয়ে দেওয়ার মতো এক নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয় বাংলাদেশে, ১৯৭৭ সালে। সে সময় বাংলাদেশ বিমানবাহিনীতে রহস্যময় অভ্যুত্থানের নামে অসংখ্য সৈনিককে নির্বিচারে হত্যা করা হয়।

একজন পিতা হারান তার প্রিয় সন্তান। অসহায় মা দেখতেও পাননি তার বুকের মানিকের লাশ। স্ত্রী হারায় প্রিয়তম সঙ্গী। আর সে সময়ের শিশু কিংবা অনাগত সন্তান আজও বয়ে বেড়াচ্ছে বুকের ভেতর জমা চিরস্থায়ী ক্ষত, যন্ত্রণা আর রাষ্ট্রদ্রোহীর সন্তানের তকমা। তৎকালীন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য তথাকথিত অভ্যুত্থান আর প্রহসনমূলক বিচারের নামে অগণিত নিরীহ সৈনিককে হত্যা করে। নবগঠিত একটা বাহিনীকে ধ্বংসের পথে নিয়ে যায়। সেই লোমহর্ষক সব হত্যাকান্ডের কাহিনি নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে ধারাবাহিক তথ্যচিত্র ‘নাটের গুরু’। এ তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ২ অক্টোবর বাংলাদেশের নবীন বিমানবাহিনী এবং সেনাবাহিনীর একাংশে তথাকথিত অভ্যুত্থানের নেপথ্যে আসলে কী ঘটেছিল। আসলেই কি কোনো অভ্যুত্থান সংঘটিত হয়েছিল? নাকি অভ্যুত্থানের নামে সৈনিকদের নির্বিচারে হত্যার গুপ্ত ফাঁদ পাতা হয়েছিল? এসব প্রশ্নেরও উত্তর মিলবে ‘নাটের গুরু’তে। এ ধারাবাহিক তথ্যচিত্রটি বিটিভিতে প্রচার হবে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close