বিনোদন ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০২০

মহাকাশে টম ক্রুজ!

টম ক্রুজ মানেই ‘মিশন ইম্পসিবল’! নিজেই বিপজ্জনক সব স্টান্ট করেন। এবার এক ‘অসম্ভব’কে সম্ভব করার পথে টম ক্রুজ। আর তা হলো, ২০২১ সালের অক্টোবরে মহাকাশে শুটিং শুরু করবেন টম ক্রুজ। যা বিশ্ব চলচ্চিত্রের নতুন ইতিহাস হিসেবে গণ্য হবে।

চলতি বছরের মে মাসে টম তার পরবর্তী সিনেমার জন্য স্পেস এক্সের সহায়তায় মহাকাশে শুটিংয়ের ব্যাপারে মহাকাশভিত্তিক বিজ্ঞানিক সংস্থার নাসার সহযেগিতা চেয়েছিলেন। এ নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলেন। তবে নাসা তাকে সহযোগিতার বাড়িয়ে অবাক করছেন সবাইকে। জানা গেছে, প্রকল্পটি দৃশ্যমান করার জন্য কাজ এরই মধ্যে শুরু হয়েছে। স্পেস শাটল আলমানা টুইটারে নিশ্চিত করেছেন যে, কমান্ডার মাইকেল লোপেজ দ্বারা চালিত অ্যাক্সিয়াম স্পেস ২০২১ সালের অক্টোবরে ক্রুজ এবং লিমেনকে নিয়ে যাত্রা করবে একটি পর্যটন মিশনে। সেখানে চলবে সিনেমার শুটিংয়ের কাজ। হলিউড তারকার এক মুখপাত্র জানাচ্ছেন, গোটা বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো স্টুডিও এই প্রকল্পে কাজ করবে, এখনো ঠিক হয়নি। তবে টম এই সিনেমার জন্য মানসিকভাবে প্রস্তুত।

`

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close