বিনোদন প্রতিবেদক

  ২৬ সেপ্টেম্বর, ২০২০

সোমার ‘বাবুয়া বাবুয়া’

দীর্ঘদিন ধরেই পেশাগতভাবে গানের সঙ্গে সম্পৃক্ত সংগীতশিল্পী কাজী সোমা। করোনার ক্রান্তিকাল উপেক্ষা করে কাজী সোমা তার জীবনের প্রথম মৌলিক গান নিয়ে শ্রোতা দর্শকের সামনে উপস্থিত হচ্ছেন। তার প্রথম মৌলিক গানের শিরোনাম ‘বাবুয়া বাবুয়া’। গানটি লিখেছেন এবং সুর করেছেন অনিক সাহান। সংগীতায়োজনও করেছেন তিনি। গত বৃহস্পতিবার দিনব্যাপী রাজধানীর বিএফডিসির ১ নম্বর ফ্লোরে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নৃত্য পরিচালক হাবিব রহমান। সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজে অংশ নেন কাজী সোমা।

নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে, আমি আমার জীবনের প্রথম মৌলিক গানটি বেশ ভালোভাবেই করতে পারছি। অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসার আমার গানের অনুপ্রেরণা, আমার সংগীতজীবনের আলোরদিশারী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামকে। তার প্রতি ভালোবাসা থেকেই আমার আজকের সংগীতশিল্পী হয়ে ওঠা। আমি মূলত স্টেজ শোতেই বেশি গান গেয়ে থাকি। এ কারণে একটু নৃত্যনির্ভর গান করেছি যুগের সঙ্গে তাল মিলিয়ে। গানের কথা সুর আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে। এফডিসিতে শুটিং চলাকালীন অনেকের অনুপ্রেরণা পেয়েছি। আমার বিশ্বাস, বাবুয় বাবুয়াই আমাকে আগামী দিনের পথচলাতে আরো অনেক অনুপ্রেরণা জোগাবে।’

কাজী সোমা জানান, এডিট শেষে গানটি কোন ইউটিউব চ্যানেলে প্রচার হবে, তা এখনো নিশ্চিত নই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close