বিনোদন প্রতিবেদক

  ২৫ সেপ্টেম্বর, ২০২০

চ্যানেল আইয়ের জন্মদিনে ‘পালকী’র বিশেষ পর্ব

আগামী ১ অক্টোবর চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেলটিতে প্রচার চলতি সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘পালকী’র বিশেষ পর্ব নির্মিত হয়েছে। জামাল রেজার পরিচালনায় ও দিঠি আনোয়ারের উপস্থাপনায় ‘পালকী’র বিশেষ এই পর্বগুলোতে অংশ নিয়েছেন সোহেল মেহেদী, চম্পা বনিক, সাব্বির জামান, জিনিয়া জাফরিন লুইপা, মোমিন বিশ্বাসসহ আরো অনেকেই। যথারীতি পালকী অনুষ্ঠান মূলত যাকে ঘিরে নির্মিত একুশে পদকপ্রাপ্ত সেই প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমার লেখা জনপ্রিয় গানগুলোই সাধারণত শুরুতে শিল্পীরা গাইত। কিন্তু এমন কিছু গান রয়েছে যা শ্রোতারা খুব কমই শুনেছেন। সেই গানগুলোও এখন শিল্পীরা নিজেদের কণ্ঠে তুলে নিচ্ছেন। তাতে করে অপ্রচলিত গানগুলোও শ্রোতা দর্শকরা নতুন করে শুনছেন।’ দিঠি আনোয়ার বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে আমার বাবার লেখা গানকে নিয়ে অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতে পারছি। সত্যি বলতে কী বিভিন্ন সিনেমার, গানের গল্প আমি আব্বুর কাছ থেকে ছোটবেলা থেকেই শুনে এসেছি। তাই যখন পালকীতে শিল্পীরা গানগুলো পরিবেশন করেন, প্রতিটি গানেরই গল্প আমার চোখে ভেসে উঠে। তাই উপস্থাপনা করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।’ অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে লুইপা বলেন, ‘আমার ভীষণ সৌভাগ্য যে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা মৌলিক একটি গান গাইতে পেরেছি। আর পালকীর কারণে তার লেখা জনপ্রিয় গানগুলো গাইতে পারছি নতুন করে নতুন আয়োজনে, এটা আসলে শিল্পী হিসেবে সত্যিই অনেক বড় প্রাপ্তি। একজন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আমাদের দেশের সত্যিকারের কিংবদন্তি, তাই সবসময়ই তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’ এদিকে পালকীর পরিচালক জামাল রেজা জানান, এরই মধ্যে একটি পর্ব গতকাল প্রচার হয়েছে, বাকিগুলো শিগগিরই হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close