বিনোদন প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রামের আঞ্চলিক গানে তিন্নি

নতুন দুটি গানে কণ্ঠ দিচ্ছেন সেরাকণ্ঠ খ্যাত কণ্ঠশিল্পী কানিজ খাদিজা তিন্নি। এর মধ্যে একটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান এবং অন্যটি আধুনিক গান। দুটি গানেরই রেকর্ডিং সম্পন্ন হবে শিগগিরই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানটি হলো ‘তুই ছাড়া আঁর আফন মানুষ আর তো কেউই নাই’। গানটি লিখেছেন রুশমী চৌধুরী এবং সুর-সংগীত করেছেন ফরিদ বঙ্গবাসী। এই গানটিতে তার সহশিল্পী হিসেবে থাকবেন সেরাকণ্ঠের জায়ান। আগামী সপ্তাহেই গানটির রেকর্ডিং সম্পন্ন হবে বলে জানান তিন্নি। তিন্নি বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে এবারই প্রথম কোনো অঞ্চলের আঞ্চলিক গান গাইতে যাচ্ছি। চট্টগ্রামের অনেক বিখ্যাত আঞ্চলিক গান রয়েছে, সেসব গান আমি বহুবার শুনেছি। এবার নিজের কণ্ঠেই চট্টগ্রামের আঞ্চলিক গান হতে যাচ্ছে, তাই নিজের ভেতরই ভীষণ ভালোলাগা কাজ করছে। যদিও আমি চট্টগ্রামের ভাষা খুব বেশি বুঝি না। কিন্তু গানের কথা হাতে পাবার পর ভালোভাবে বুঝে নিয়ে আবেগ দিয়ে গানটি গাইবার চেষ্টায় আছি। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। এদিকে কয়েক দিনের মধ্যেই ‘ধূমকেতু’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেবেন তিন্নি। গানটি লিখেছেন, সুর করেছেন এবং এতে তিন্নির সহশিল্পী হিসেবেও থাকবেন স্বপন কিবরিয়া। দুটি গানেরই রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও করে তারপর প্রকাশ হবে বলে জানান তিন্নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close