বিনোদন প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০২০

বঙ্গবন্ধুকে নিয়ে ‘আমার বাবার নাম’

অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’-এর প্রিমিয়ার। বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় এ স্বল্পদৈর্ঘ্যটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হারুন-অর-রশীদ। এটি নির্মাণ করেছেন ফজলে আজিম জুয়েল। অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সমু চৌধুরী, নাইরুজ সিফাত, ইমন, নিরব, জয়রাজ, লুবনা নাজনীনসহ অনেকে।

শনিবার প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ। এ সময় প্রধান অতিথি ড. আহমদ কায়কাউস বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের সংস্কৃতির সূতিকাগার। এখনো বাংলাদেশ টেলিভিশন নীরবে কাজ করে যাচ্ছে। আরো সরব হওয়া দরকার। এই স্বল্পদৈর্ঘ্যরে কারণে তারকাদের মধ্যে আসতে পেরেছি, এটাও অনেক ভালো লাগার। আমার বাবার নামের মতো আরো অনেক ভালো ভালো কাজের মধ্য দিয়ে বিটিভি আগের জায়গায় নয়, বরং আরো বেগবান হবে। অবশ্যই ধন্যবাদ আমাকে এমন একটি চলচ্চিত্র উপভোগ করতে নিমন্ত্রণ করার জন্য।’

অনুষ্ঠানের সভাপতি এস এম হারুন-অর-রশীদ বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি সরাসরি বঙ্গবন্ধুকে দেখেছি এবং সরাসরি তার বক্তব্য শুনেছি। আমার অনুভূতি নিয়েই আসলে আমার বাবার নাম চলচ্চিত্রটি রচনা করা। আমি, আমরা দেখেছি যে, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যখন দেশে আসবেন, তখন মানুষের মধ্যে কী চাঞ্চল্য, কী উদ্বেগ, কী উৎকণ্ঠা, কী আশায় মানুষ বুক বাঁধছে। সেই আসার মুহূর্তের এবং আসার কিছুদিনের পরের কাহিনি এই গল্পে তুলে ধরার চেষ্টা করেছি।’

আমার বাবার নাম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘আমার বাবার নাম’তে অভিনয় করা আমার অভিনয় জীবনের অনেক বড় অর্জন। এই চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে উপস্থিত হয়ে মানুষের আবেগ থেকে আরো অনেকটা বছর বাঁচার বড় সাধ জাগে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close