বিনোদন প্রতিবেদক
২৩ মে, ২০২০
ঈদে ছোট পর্দায় মাহির ‘অবতার’

------
‘অবতার’ সিনেমায় মাহির বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। মাহির নায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্রে নবাগত রুশো। এতে গান থাকছে চারটি। সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ুন ও কিশোর। সিনেমার কাহিনি, সংলাপ লিখেছেন মাহামুদ হাসান শিকদার। প্রযোজনা করছে সাগা এন্টারটেইনমেন্ট। আমিন খান-মাহি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ প্রমুখ।
"